বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর পরিবার মেতে উঠেছিলেন মা সালমা খানের ৮৩ তম জন্মদিন উদযাপনে। মায়ের জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সকলে একত্রিত হয়েছিলেন।
মায়ের জন্মদিন উদযাপনের কিছু মুহূর্তও একটি মন ছুঁয়ে যাওয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন সলমন। মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একটি ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “মা… শুভ জন্মদিন 'মাদার ইন্ডিয়া', তুমি আমাদের পৃথিবী।'
সালমা খানের জন্মদিনের রাতে সালমাকে তাঁর ছেলে সোহেল খানের সঙ্গেও নাচতে দেখা গিয়েছিল। ভিডিয়োটির শুরুতে দেখা যায় সোহেলের হাত ধরে ধীরে ধীরে গানের তালে পা মেলাচ্ছেন সালমা। তারপর স্নেহের সঙ্গে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের মধ্যেই কেউ মা- ছেলের এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো ক্যাপচার করে রাখেন।
আরও পড়ুন: ফের বিতর্কে আল্লুর ছবি, ‘পুষ্পা ২'-এ ক্ষত্রিয়দের অপমান! প্রযোজককে বাড়িতে গিয়ে মারধরের হুমকি
মুম্বইতে অর্পিতা খানের সদ্য চালু হওয়া রেস্তোরাঁয় সালমার জন্মদিনের অনুষ্ঠানটি উদযাপন হয়। পরিবারের সকলেই উপস্থিত ছিলেন সেখানে। সালমা, সালমান, আরবাজ, আলভিরা এবং অর্পিতা এবং তাঁদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধুদের নিয়ে এদিন ছিল দারুণ আয়োজন। সন্তানদের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটিয়েছেন সালমা।
ফিটনেস কোচ এবং পারিবারিক বন্ধু ডিন পান্ডেও এই উদযাপনের ঝলক শেয়ার করেছেন। সালমা তাঁর মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। ডিন সালমা খানের জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে লেখেন, ‘সালমা আন্টিকে শুভ জন্মদিন। আপনি আমার মায়ের মতো। আপনাকে অনেক ভালোবাসি।’
প্রসঙ্গত, সলমন দাবাং সফরের জন্য দুবাইতে ছিলেন। কিন্তু মায়ের জন্মদিন মিস করা যাবে না, তাই উদযাপনে যোগ দিতে একটি ফ্লাইট ধরে বাড়ি ফিরে এসেছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সলমন একাধিক মৃত্যুর হুমকির পেয়েছেন। তাঁর মৃত্যুর হুমকি পাওয়ার পর এই প্রথম পুরো খান পরিবার কোনও অনুষ্ঠান উদযাপন করতে একত্রিত হয়েছে। অভিনেতা এবং তাঁর বাবা সেলিম খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অনেক বার প্রাণনাশের হুমকির শিকার হন।
কাজের সূত্রে, সলমন বর্তমানে তাঁর পরবর্তী ছবি 'সিকান্দার' -এর শ্যুটিং করছেন যা ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।