গত মাসেই মুক্তি পেয়েছে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। আর আপাতত চুটিয়ে ছবির প্রচার করছেন তিনি। সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সলমন-ভক্তরা বেশ পছন্দ করেছেন। কারণ ইদে প্রায় বছর চারেক পর এসেছে ভাইজানের ছবি। তবে প্রোমোশনে আরও একটা জিনিস মন কেড়েছে সলমন ভক্তদের। আর তা হল দাবাং অভিনেতার হিউমার। কখনও নিজেকে নিয়ে আবার কখনও নিজের ভাইদের নিয়েই ঠাট্টা করছেন।
সম্প্রতি কপিল শর্মার শো-তে গিয়েছিলেন সলমন। যেখানে তাঁকে প্রশ্ন করা হয় কিসি কা ভাই কিসি কি জান দেখার পর তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল তাঁকে বিয়ে করার পরামর্শ দিয়েছে কি না! এই প্রশ্নে বেশ মজার জবাবই এসেছে সলমনের থেকে। তাঁকে বলতে শোনা যায়, ‘ওরা তো আমার কথাই শোনে না…’ আর তারপর বলে ওঠেন, ‘যদিও ওরা এখন আমার কথা শোনে…’ সলমনের বলা এই কথাগুলোর ভিতরে থাকা মানে বুঝতে সেখানে উপস্থিত কারওরই কোনও সমস্যা হয়নি! আরও পড়ুন: ডিভোর্সের ফোটোশ্যুট করিয়ে সোশ্যাল মিডিয়াকে চমকেছেন শালিনী! কে ভাইরাল মেয়েটি?
এই বক্তব্য দিয়ে সোহেল আর আরবাজের ভাঙা দাম্পত্যের দিকেই ইঙ্গিত করেছেন সলমন। মালাইকা আরোরা আর আরবাজ খানের ডিভোর্স হয় ২০১৭ সালে। অন্য দিকে, সোহেল বিয়ে করেছিলেন সীমা সজদেহকে। তাঁরা গত বছরে আইনি বিচ্ছেদ নেন।
নিজের প্রেম জীবন নিয়ে আপ কি আদালতে সলমন মজার ছলেই জবাব দিয়েছিলেন, ‘ভালোবাসার ব্যাপারে তিনি আনলাকি। তাই তো তিনি যাকে চান ভালোবেসে তাঁকে ‘জান’ ডাকুক, সে ডাকে ‘ভাই’ বলে।’ আরও পড়ুন: সেলফি তুলতে আসা ভক্তকে হাত দিয়ে ঠেলে দিলেন শাহরুখ! কিং খানের কীর্তিতে হাঁ সকলে
কাজের সূত্রে এরপর সলমন খানকে দেখা যাবে ‘টাইগার ৩’ সিনেমায়। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে দিওয়ালিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ইমরান হাসমি আর ক্যাটরিনা কাইফ।
আপাতত সলমনের নিরাপত্তা নিয়েও বেশ গম্ভীর চিন্তায় রয়েছেন তাঁর ভক্তরা। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে এর আগেও তাঁকে খুনের হুমকি দিয়েছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। সম্প্রতি বেশ কয়েকবার হুমকি এসেছে তাঁর কাছে। লরেন্স বিষ্ণোই প্রকাশ্যেই জানিয়েছেন, হয় সলমন ক্ষমা চাইবেন। আর নয়তো মুম্বইতেই গুলি করে মারা হবে। তারপর থেকে ‘Y’ ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাঁকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। নতুন বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করা শুরু করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)