সদ্যই লাভিয়াপ্পা ছবির স্ক্রিনিং অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে শাহরুখ খান থেকে সলমন খান সহ বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা হাজির ছিলেন। কিন্তু সবথেকে বেশি নজর কাড়লেন ভাইজান। থুড়ি তাঁর হাতের ঘড়িটি। তাতে লাগানো হীরে। এই বহুমূল্য হীরেটির দাম কত জানেন?
আরও পড়ুন: প্রেমের মাসে 'গানের ওপারে'র 'পুপে'র চমক! নতুন গান নিয়ে আসছেন মিমি, কবে মুক্তি?
কী ঘটেছে?
চিত্র সাংবাদিকদের তরফে এদিন যে একাধিক ছবি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে লাভিয়াপ্পা ছবির প্রিমিয়ারে সেখানেই সলমন খানকে তাঁর কালেকশনের অন্যতম দুর্দান্ত ঘড়িটি পরে আসতে দেখা গিয়েছে। তিনি সুইস লাক্সারি লেবেলের Audemars Piguet এর ঘড়ি পরে এসেছিলেন। আর সেই ঘড়ির ডান শুনলে আপনার ঘুম উড়তে বাধ্য।
ইনস্টাগ্রামের পেজ দ্য ইন্ডিয়ান হরলোজি নামক একটি পেজ যাঁরা তারকাদের লাক্সারি ঘড়ির তথ্য দিয়ে থাকেন তাঁদের তরফে জানানো হয়েছে, এদিন সলমন খান Audemars Piguet এর রয়েল অক অফশোর ডায়মন্ড ঘড়ি পরেছিলেন। জানা গিয়েছে এই ঘড়িতে সাদা সোনার ডায়েলের উপর হীরে বসানো আছে। ১৮ ক্যারেটের সাদা সোনার কেসের উপর দুর্দান্ত কাটের ৩২ টি হীরে বসানো আছে। এটির ব্যান্ডটিও ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়েই বানানো। ৩৮ ঘণ্টা চলে এই ঘড়িটি। এই বিশেষ গুণ সম্পন্ন, বহুমূল্য ঘড়িটির দাম ইনস্টাগ্রামের পেজ অনুযায়ী ১,৩৯০,৪০০ ডলার। যদিও ওয়েবসাইটের হিসেব বলছে ১,২৬২,৯৮৫ ডলার। অর্থাৎ ১২ কোটি টাকা।
প্রসঙ্গত এদিন সলমন খান একটি সবুজ রঙের পোলো টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন। গলায় ছিল রুপোর চেন, হাতে ব্রেসলেট। কালো বুট পরেছিলেন পায়ে। কানে ছিল দুল।
সলমন খানকে আগামীতে সিকান্দর ছবিটিতে দেখা যাবে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিটি এই বছরের ইদের সময় মুক্তি পাবে।