বাংলা নিউজ > বায়োস্কোপ > সে কী! রেস থ্রি-র পোশাকেই রাধে ছবিতেও ধরা দিলেন সলমন, নজরে আনল নেটিজেনরা

সে কী! রেস থ্রি-র পোশাকেই রাধে ছবিতেও ধরা দিলেন সলমন, নজরে আনল নেটিজেনরা

পালটালো না পোশাক!

ছবি পালটেছে, হিরোইন পালটেছে তবুও বদল এল না সলমনের পোশাকে! 

নেটিজেনদের নজর এড়িয়ে যাওয়া ‘মুশকিল’ নয় এক কথায় 'না-মুমকিন'। সেকথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সলমন খান। দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে ভাইজানের ইদ রিলিজ ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ঝলক। পুরোদস্তুর সলমনোচিত ট্রেলার দেখে ফ্যানেরা খুশি হলেও ফিল্মি বোদ্ধারা খুব বেশি ইমপ্রেস নন। যদিও ইউটিউবে এই ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ইতিমধ্যেই  ৯২ লক্ষ ছুঁইছুঁই। 

রাধে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সংখ্যাও কম নয়। তবে পরিচিত মিম বা ট্রোলের বাইরে গিয়ে এক নেটিজেনের পোস্টে নজর আটকে সকলের। সেই জনৈক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রেস থ্রি ছবির একটি স্ট্রাইপ স্যুটেই ফের রাধে ছবিতে ধরা দিয়েছেন সলমন খান। নায়িকা বদলেছে, ছবি বদলেছে তবে বদলায়নি ভাইজানের পোশাক। 

রেস থ্রি ছবিতে সলমনের নায়িকা ছিলেন জ্যাকলিন ফার্নান্দিজ, অন্যদিকে রাধে ছবিতে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সলমন খানকে। ছবির ট্রেলার নিয়ে কম সমালোচনা হয়নি টুইটারে। পুলিশের বীরত্ব নিয়ে ছবি দেখে দেখে ক্লান্ত হিন্দি ছবির দর্শকরা, সেই নিয়ে মিমে ছেয়ে ছেয়ে গিয়েছে মাইক্রো ব্লগিং সাইট।  

অ্যাকশন, রোম্যান্স আর সলমন খানের ওয়ান লাইনারে ভরপুর রাধের ট্রেলার। পরিচালক প্রভু দেবার এই ফিল্মে সলমন-দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ।

এই ছবির ট্রেলার বারবার সলমন অভিনীত ওয়ান্টেডের কথা মনে করালেও ২০১৯ সালে দাবাং ৩-র ট্রেলার লঞ্চে সলমন সাফ জানিয়েছিলেন এই ছবি ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়েল নয়। ‘রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রযোজনার দায়িত্বে রয়েছে সোহেল খান ফিল্মস, সলমন খান ফিল্মস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। ১৩ই মে থিয়েটারের পাশাপাশি জি-প্লেক্স ও জি ফাইভে মুক্তি পাবে এই ছবি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.