সলমন খানের ছায়াসঙ্গী তিনি। ভাইজানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা কে না চেনে! প্রায় তিন দশক ধরে সলমনের বডিগার্ড হিসাবে কাজ করছেন শেরা , এখন সলমন খানের পরিবারের সদস্য তিনি। সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের কেনা ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভারের একটি ছবি শেয়ার করেছেন তিনি। এই বিলাসবহুল গাড়ির দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে।
ভাইজানের সঙ্গে শেরার গভীর বন্ডিং-এর কথা কারুর অজানা নয়। কালো রেঞ্জ রোভারের ছবি পোস্ট করে সলমনের বডিগার্ড লেখেন, ‘সর্বশক্তিমানের আশীর্বাদে আমার বাড়ির নতুন সদস্যকে স্বাগত জানাই’। শেরাকে অভিনন্দন জানিয়েছেন রাখি সাওয়ান্ত। সলমনের ভক্তরা অনেকে মজা করে লেখেন ‘শেরা ভাই, দয়া করে আমাকে আপনার দেহরক্ষী হিসাবে নিয়োগ করুন। আমিও তখন নিজের জন্য একটা ক্রেটা কিনতে পারি।’
জানলে অবাক হবেন এই গাড়ির বর্তমান বাজার দর ১.৪ কোটি টাকা।
শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমানের দেহরক্ষী হিসাবে কাজ করছেন শেরা। টাইগার সিকিউরিটি নামে একটি সিকিউরিটি ফার্মের মালিক এবং ২০১৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়ক জাস্টিন বিবারের মুম্বাই কনসার্টের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন তিনি। শেরা ১৯৬৯ সালের ১৯ মে ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স, ৫৬ বছর। সলমনের চেয়ে বয়সে দু-বছরের ছোট তিনি।
১৯৮৭ সালে, শেরা বডি বিল্ডিংয়ের জন্য মিঃ মুম্বাই জুনিয়র খেতাব জিতেছিলেন এবং ১৯৮৮ সালে তিনি মিঃ মহারাষ্ট্র জুনিয়র হিসাবে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। ২০১৯ সালের অক্টোবরে রাজনৈতিক দল শিবসেনায় যোগ দেন শেরা। সলমনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জব তক জিন্দা হুঁ, ভাই কে সাথ রহুঙ্গা’ (যতদিন বেঁচে আছি ভাইয়ের সঙ্গেই থাকব)।
অন্যদিকে, সলমনও শেরার প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন ২০১১ সালে নিজের অভিনীত ছবির নাম 'বডিগার্ড রেখে। ছবির একটি গানের দৃশ্যে সলমনের সঙ্গে স্ক্রিন ভাগও করতে দেখা গেছিল শেরাকে। এমনকি ছবিতে নিজের পোশাকে সেই সংস্থার লোগো রেখেছিলেন সলমন যা বাস্তবে শেরার ব্লেজারে আটকানো থাকে।