অজয় দেবগনের 'সিংঘম এগেইন' ঘিরে গুঞ্জন তুঙ্গে। সূত্রের খবর, নিরাপত্তার কারণে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন'-এ যে সলমন খানের চুলবুল পাণ্ডে হিসেবে কেমিও করার কথা ছিল, তা ক্যানসেল করা হয়েছে।
চুলবুল আউট
বলিউড হাঙ্গামা সূত্রে খবর, সলমন এখনই এই ছবির অংশ হবেন না। অভিনেতার বিরুদ্ধে চলমান প্রাণনাশের হুমকির মধ্যেই এই খবর সামনে এসেছে। আপাত তাঁর নিরাপত্তা নিয়ে বেশ চাপে সংশ্লিষ্টরা।
সলমন খান প্রাথমিকভাবে সিংঘম এগেইন-এ অতিথি চরিত্রে দেখা দিতেন। দাবাং ফ্র্যাঞ্চাইজির চুলবুল পান্ডের চরিত্র হয়েই তাঁর এই সিনেমায় আসার কথা ছিল। বাবা সিদ্দিকিকে হত্যার পর সিংঘম এগেইনে সলমনে না থাকার খবর আসে।
‘মুম্বইয়ের গোল্ডেন টোবাকোতে একদিনের শুটিং হওয়ার কথা ছিল, তবে বাবা সিদ্দিকির হঠাৎ মৃত্যুর কারণে শুটিং বাতিল করা হয়েছিল। এরপরে রোহিত এবং অজয় নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তাঁদের মনে হয় যে, সমস্ত বিতর্কের মধ্যে সলমন খানকে শুটিংয়ের জন্য অনুরোধ করা অসংবেদনশীল হবে। সেই দৃশ্যের শ্যুট হয়ে গেলেই, ছবিটা সেন্সরের জন্য পাঠাতে হত। শেষ মুহূর্তে তাই চুলবুলকে ছাড়াই ছবি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’, জানিয়েছে বলিউড হাঙ্গামা।
সূত্রের খবর, পোস্ট ক্রেডিট সিনে চুলবুল পাণ্ডের ব্যাকশট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা এখনও স্পষ্ট নয়।
সূত্রটি আরও জানায়, বাবা সিদ্দিকির মৃত্যুর এক-দুই দিন পর সলমনের সঙ্গে শুটিং করা ছিল অসংবেদনশীল। আর ১৮ অক্টোবর শুক্রবারের মধ্যে ‘সিংঘম’-কে সেন্সরে জমা দিতে হয়েছে রোহিতকে। তখনই তারা সলমনকে ছাড়া এগিয়ে যাওয়ার এবং এই সময় থেকে ভাইজানকে একটু সামলে ওঠার মতো সময় দিতে চেয়ে এই কঠোর সিদ্ধান্ত নেন।
রোহিত শেট্টি ও অজয় দেবগনের সঙ্গে থাকা সুসস্পর্কের কারণেই ‘সিংঘম এগেইন’-এ কেমিও করতে রাজি হয়েছিলেন দাবাং খান।
'সিংহাম এগেইন সম্পর্কে
‘সিংঘম এগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগন বাজিরাও সিংঘমের চরিত্রে, রণবীর সিং সিম্বার চরিত্রে, অক্ষয় কুমার বীর সূর্যবংশীর চরিত্রে, কারিনা কাপুর দেখা যাবে অবনীর চরিত্রে এবং দীপিকা পাড়ুকোন শক্তি শেঠির চরিত্রে। অর্জুন কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, রবি কিষাণ এবং শ্বেতা তিওয়ারি এই ছবিতে অভিনয় করেছেন। ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে। এটি ১ নভেম্বর কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩-এর সঙ্গে সংঘর্ষ করবে সিনেমা হলে। এবার দেখার সলমনের শেষ মুহূর্তে এসে বাদ পড়া, ব্যবসায় কোনো প্রভাব ফেলে না কি!