২০২৪ সালটা মোটেও ভালো যায়নি বলিউডের ভাইজানের। আতঙ্কের মধ্যে দিয়েই দিনযাপন করতে হয়েছে সলমন খানকে। কখনও সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কখনও আবার, প্রতঃভ্রমণে বের হয়ে খুনের হুমকি পেয়েছেন সলমনের বাবা সেলিম খান। তার উপর বিষ্ণোই গ্যাং-এর হুমকি নিত্যদিনই লেগেই ছিল। আর তাই ২০২৫-এর শুরুতেই বড় পদক্ষেপ করলেন সলমন।
২০২৫-এর শুরুতেই নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা জোরদার করতে শুরু করলেন সল্লু। ইতিমধ্যেই দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতেই যাতায়াত করছেন ভাইজান। আর এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যলকনিতে বসল অত্যাধুনিক গ্যাজেটস। যতদূর জানা যাচ্ছে, সেখানেও বুলেটপ্রুফ কাচ জাতীয় কিছু একটা লাগানো হচ্ছিল। রবিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও পুলিশের তত্ত্বাবধানে সেই কাজই চলছিল। সেই মুহূর্তগুলিই লেন্সবন্দি হয়ে উঠে এসেছে পাপারাৎজির সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রানে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে (সালমান খানের বাসভবন) নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনা ও অজ্ঞাত হুমকির মধ্যে দিয়ে গিয়েছেন সলমন খান। আর তাই তাঁর বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুতর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর বাসস্থান এবং তাঁর আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
আর এমন ভিডিয়ো দেখে উদ্বিগ্ন অনুরাগীদের প্রশ্ন, ‘সব ঠিক আছে তো, নাকি নতুন করে হুমকি পেলেন ভাইজান’। জানা যাচ্ছে তিন দশক আগে কৃষ্ণসার হরিণহত্যার ঘটনার বিতর্কই পিছু ছাড়ছে না সলমনের। আর এই কারণেই তাঁকে বারবার বিষ্ণোই গ্যাং এর প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে। গত অক্টোবরেই খুন হন রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। দাবি করা হয়, সলমন ঘনিষ্ঠ হওয়ার কারণেই মরতে হয়েছে তাঁকে। তাঁর ক্ষেত্রে অবশ্য Z+ নিরাপত্তা থাকা সত্ত্বেও কোনও লাভের লাভ হয়নি।
এদিকে সলমন খানকেও ইতিমধ্যই Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে। আর এবার গ্য়ালাক্সিতে বসানো হচ্ছে বিশেষ গ্য়াজেটস। তবে প্রাণ সংশয় সত্ত্বেও চলতি বছরে নিজের জন্মদিনে অনুরাগীদের নিরাশ করেননি সলমন। বাড়ির ব্যালকনিতে এসে একইভাবে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গিয়েছিল তাঁকে। আবার ‘সিকন্দর’-এর ডায়ালগ আওড়ে লরেন্স বিষ্ণোইকে কটাক্ষ করে বলেন, শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা…।' তবে তিনি যাই বলুন না কেন মৃত্যুভয় যে কাটেনি, তা তার বাড়িতে বসানো বিশেষ নিরাপত্তাই বলে দিচ্ছে।