অভিনেতা সলমন খান বুধবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'গ্রিন জোন' থেকে একটি নতুন ছবি শেয়ার করেছেন। মুখে খোঁচা-খোঁচা দাড়ি, কালো টি শার্ট, দেখে মনে হচ্ছে কিছুটা ওজনও কমিয়েছেন অিনেতা। আপাতত তিনি তার আসন্ন ছবি 'সিকান্দার'-এর শুটিংয়ে ব্যস্ত, ছবিটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘গ্রিন জোন’। তবে লোকেশন শেয়ার করেননি অভিনেতা।
পোস্টটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরপরই, ভক্তরা ছবিটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অভিনেতার এই লুক নিয়ে প্রশংসা করেছেন। তার পরবর্তী ছবি 'সিকান্দার' নিয়েও জমা পড়েছে মন্তব্য।
আরও পড়ুন: ‘তোলা আদায়’-এর অভিযোগ তৃণমূল কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমার নামে, ভিডিয়ো ফুটেজ দিল ব্যবসায়ী
একজন লেখেন, ‘উফফফ! আজ রাতে আর ঘুম আসবে না’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘আলাদাই ব্যক্তিত্ব! অনেক ভালোবাসা।’ তৃতীয়জন লেখেন, ‘ওয়ান অ্যান্ড অনলি সলমন খান। কেউ জায়গা নিতে পারবে না ওর কোনওদিন।’ চতুর্থজন লিখলেন, ‘মাই হিরো নম্বর ১’।
দেখুন এখানে সলমনের করা সেই পোস্টটি-
এর আগে সিকন্দরের সেট থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন ভাইজান। সেই ছবিতে সলমনের পরনে ছিল হালকা নীল রঙের শার্ট। সেটে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছিলেন সলমন। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ছবির পরিচালক আর মুরুগাদোস এবং ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ক্যাপশনে সালমান লিখেছিলেন, 'টিম সিকান্দারের সঙ্গে ২০২৫ সালের ঈদের অপেক্ষায়।
আরও পড়ুন: ছোলে ভটুরে থেকে ট্রফি কেক: দিল্লির ৫ তারকা হোটেলে কীভাবে স্বাগত জানানো হবে টিম ইন্ডিয়াকে? দেখুন-
গত এপ্রিলে সিকান্দার সিনেমারঘোষণা করেন সলমন। ‘ইস ঈদ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ অউর ময়দান কো দেখো অউর আগলি ঈদ সিকান্দর সে আ কর মিলো (এই ইদে দেখুন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ও ময়দান, আগামী ইদে সিকান্দারের সঙ্গে দেখা করুন)। ... সবাইকে ঈদ মোবারক… সিকান্দারকে উপহার দিচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনায় আর মুরুগাদোস।’
আরও পড়ুন: ‘ছাগলের ৩ নম্বর বাচ্চা…’! শাকিব কলকাতায়, অশ্লীল আক্রমণে নেমেছেন বুবলী আর অপু
সিকন্দর ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা। মুরুগাদোস গজনি, হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো হিন্দি সিনেমা পরিচালনা করেছেন। 'সিকান্দার' ছবির শুটিং শুরু হয় ১৯ জুন।
সলমনকে সর্বশেষ দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফের বিপরীতে 'টাইগার থ্রি' ছবিতে। মনীশ শর্মার ছবিটি গত বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। শাহরুখ খানের সঙ্গে দাবাং অভিনেতার ঝুলিতে ‘টাইগার বনাম পাঠান’ও রয়েছে।