রশ্মিকা মান্দানা ভক্তদের জন্য খারাপ খবর! অ্যানিম্যাল এবং পুষ্পা ২: দ্য রুলের মতো ব্যাক-টু-ব্যাক ব্লকবাস্টার দিয়ে আপতত সাফল্যের শীর্ষে রয়েছেন এই দক্ষিণী সুন্দরী। বলিউডে ডেবিউ ছবিতেই নজর কেড়েছেন, রণবীরের পর তাঁর জোড়িদার সুপারস্টার সলমন খান। সিকান্দারের শ্যুটিং নিয়েই ব্যস্ত নায়িকা, সম্প্রতি একটি দুর্ভাগ্যজনকঘটনায় জিমে চোট পেয়েছেন অভিনেত্রী। এর ফলে সাময়িকভাবে থমকে গেছে সিকান্দরের শ্যুটিং। আরও পড়ুন-'রহমান একদমই মিশুক নয়, কাছে ঘেঁষতে দেয় না', অভিজিৎ-এর পর সুরকারকে নিয়ে বেফাঁস সোনু
রশ্মিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘রশ্মিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন এবং বিশ্রামের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চোটের জেরে তাঁর আসন্ন প্রোজেক্টগুলোর শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবুও, তিনি ইতিমধ্যে অনেক সুস্থবোধ করছেন এবং খুব শীঘ্রই সেটে ফিরবেন’! ঠাসা সময়সূচীতে ফিরে আসার আগে সুস্থ হয়ে ওঠতে চিকিৎকরা তাঁকে কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। রশ্মিকার চোট তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, তবে সূত্র বলছে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই অ্যাকশনে ফিরে আসবেন।
রশ্মিকা কিছুদিন আগে পর্যন্ত সলমন খান অভিনীত সিকান্দারের শুটিং করছিলেন, কিন্তু চোটের জন্য আপতত তা স্থগিত রয়েছে। চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী।
রশ্মিকা মান্দানা বর্তমানে পুষ্পা ২: দ্য রুল-এর শ্রীবল্লি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। সুকুমার পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিল। এসএস রাজামৌলির বাহুবলী ২-কে সিংহাসনচ্যুত করে ইতিমধ্যেই দঙ্গলের পরে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে উঠেছে পুষ্পা। নির্মাতারা ঘোষণা করেছেন যে পুষ্পা 2: দ্য রুল রিলোডেড, অতিরিক্ত ২০ মিনিটের বোনাস ফুটেজ-সহ ১৭ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রাশ্মিকা-সলমনের সিকান্দর
রশ্মিকাকে আগামীতে সলমন খানের বিপরীতে সিকান্দার সিনেমায় দেখা যাবে, যা পরিচালনা করেছেন গজনি খ্যাত পরিচালক এ আর মুরুগাদোস। প্রযোজনার দায়িত্বে সলমনের বন্ধু তথা কিক প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে সলমনের পাশাপাশি ছবিতে রয়েছে কাজল আগরওয়াল, রশ্মিকা, সত্যরাজ, শরমন যোশী এবং প্রতীক বব্বর। ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এরপর রাহুল রবীন্দ্রনের পরিচালনায় 'দ্য গার্লফ্রেন্ড'-এ অভিনয় করবেন রশ্মিকা। সম্প্রতি ছবির টিজার প্রকাশ করেছেন রশ্মিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা। টিজারটি শেয়ার করে বিজয় এক্স-এ লিখেছেন, ‘এই টিজারের প্রতিটি দৃশ্য আমার খুব ভাল লেগেছে। এই নাটকটি দেখার জন্য আমি খুবই উচ্ছ্বসিত।’