যখন এপি ধিলন ঘোষণা করেছিলেন যে তাঁর আগামী কাজে তিনি বলিউডের দুই তারকার সঙ্গে হাত মিলিয়েছেন তখনই জানা গিয়েছিল সেটা আলাদা উচ্চতায় পৌঁছবে। আর সেটা ভুল প্রমাণিত হল না। এপি ধিলনের গলার সঙ্গে সলমন খান এবং সঞ্জয় দত্তের অভিনয় সত্যিই তাক লাগাল। বলতে গেলে তাঁদের যৌথ উদ্যোগে ওল্ড মানি দেখার মতো তৈরি হয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে জিরোর ভরাডুবি প্রভাব ফেলেছিল শাহরুখ আনন্দের সম্পর্কেও? কী জানালেন প্রযোজক?
আরও পড়ুন: 'সৎ লোকেরা থাকছে না...', বুদ্ধদেবকে শেষ বিদায় জানাতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন শুভাপ্রসন্ন
ওল্ড মানির টিজার সদ্যই প্রকাশ্যে এসেছে। সেখানে ভাইজান মোডে ধরা দিয়েছেন সলমন খান। আর বলাই বাহুল্য এই গানটিতে সবথেকে বেশি নজর কেড়েছে সলমনের সোয়্যাগ। কম যায়নি এপি ধিলনের লেখা লিরিক্সও।
এই মিনিট পাঁচেকের গানে রক্ত, বন্দুক, মারপিট একেবারে ভরে ভরে ছিল। রয়েছে ঠাসা অ্যাকশন দৃশ্যও। গানটির শুরুতে এপি ধিলনকে অ্যানিম্যাল ছবিতে যেভাবে রণবীর তিনদিকে গুলি চালিয়েছিলেন সেই একই ভাবে ডায়ে বাঁয়ে এবং সামনে গুলি চালাতে দেখা যায় ধিলনকে। এরপরই দেখা যায় সলমনকে। ভাইজানের ভক্ত না হলেও এই মিউজিক ভিডিয়ো দেখে আপনি তাঁর কাজে মুগ্ধ হবেনই। গানের শেষে সঞ্জয় দত্তকে দত্ত সাহাব লুকে দেখা যায়। আর সেখান থেকেই বোঝা যায় যে এই গানটির দ্বিতীয় ভাগ আসবে।
কে কী বলছেন?
সলমনের অভিনয় এবং অ্যাকশন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আর সেটার প্রশংসাও করেছেন সকলে। এক ব্যক্তি লেখেন, 'বলিউডের শেষ অ্যাকশন স্টার।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ভাইজানের সোয়্যাগই তো আলাদা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা তো ঝলক। আসল খেলা তো সিকান্দর ছবিতে দেখাবেন সলমন।'
আরও পড়ুন: 'সিক্সথ ডে থেকেই...' কথা মতোই অগ্নিকাণ্ডের মাত্র ৫ দিন পর কীভাবে ৯৭-এ বইমেলা শুরু করেন বুদ্ধদেব?
সলমনের আগামী কাজ
সলমন খানকে আগামীতে কিক ২ ছবিতে দেখা যাবে। সাজিদ নাদিয়াওয়ালার এই ছবিতে তাঁকে আবার ডেভিল ওরফে দেবী লাল প্রসাদের চরিত্রে দেখা যাবে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এছাড়াও এ আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত সিকান্দর ছবিতে দেখা যাবে সলমনকে। আগামী বছরের ইদে মুক্তি পাবে ছবিটি।