'জয় হো' সিনেমার মাধ্যমে সালমান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় ডেইজি শাহের। অভিনেত্রী সম্প্রতি মিড ডে-র সঙ্গে একটি সাক্ষাতকার দেন যেখানে তিনি একটি চলচ্চিত্রের সেটে গ্র্যান্ড সেট আপ প্রকাশ করেন। সেই সেটে সলমান খান উপস্থিত ছিলেন। আর ছিল খাবারের বিশাল সম্ভার।
আরও পড়ুন: (দিদার সঙ্গে কোয়ালিটি টাইম সারার, প্রচার করলেন তাঁর লেখা বইয়েরও)
উনকা পুরা রিসর্ট সেট-আপ লাগতা থা' সলমন
খানের সঙ্গে ছবিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে ডেইজি বলেন, যেদিন তিনি সেটে থাকতেন না, সেদিন অভিনেতারা নিজেদের ভ্যানিটি ভ্যানের ভিতরেই মধ্যাহ্নভোজ করতেন। কিন্তু যেদিন সলমন উপস্থিত থাকতেন, সেদিন সকলে মিলে এক সেটআপে খেতে আসতেন।
তিনি বলেন, 'উনকা পুরা রিসোর্ট সেটআপ লাগতা থা (সেটআপটি একটি রিসর্টের মতো তৈরি করা হয়েছিল)। তিনি বর্ণনা করেছিলেন যে সলমান যখন সেটে ছিলেন, তখন অভিনেতার ভ্যানিটি ভ্যানের ঠিক বাইরে একটি বড় তাঁবু স্থাপন করা হত। এটি কলাকুশলী এবং কলাকুশলীদের খাবার পরিবেশন করার জন্য।
আরও পড়ুন: (উত্তম কুমারের ‘হট’ নাতবউ বিকিনিতে! ৭৮ থেকে ৫৮ কেজি হয়েছিলেন, কীভাবে কমে ওজন)
তিনি আরও বলেন, 'এটি তাঁর ভ্যানিটি ভ্যান, যার একটি বিশাল তাঁবু রয়েছে। এতে তিনটি টেবিল রয়েছে যার চারপাশে ১০-১৫টি চেয়ার রয়েছে এবং সেখানে আরও একটি টেবিল রয়েছে যেখানে খাবার রাখা হয়। অনেকটা বুফে সিস্টেমের মতো। 'রেস'-এর সেটের কথা মনে আছে। একটি তাঁবু ছিল একটি সলমান স্যারের জন্য এবং অন্যটি খাবারের জন্য। সেখান থেকে নাস্তা খাওয়ার কথা মনে আছে। চ্যাপ্টা রুটি, আর বড়া পাভ, আর মাঝে মাঝে পানি পুরি! থাকবে লাইভ পানি-পুরি ও ধোসা কাউন্টার। আমরা সবাই সেখানে নাস্তার জন্য যেতাম। ডেইজি আরও জানান, তাঁর প্রিয় খাবার দক্ষিণ-ভারতীয়।
ডেইজিকে সম্প্রতি ‘খতরো কে খিলাড়ি ১৩’ তে দেখা গিয়েছিল। সলমানকে শেষ দেখা গিয়েছিল টাইগার থ্রি ছবিতে। বর্তমানে তিনি সিকান্দার ছবির শুটিং করছেন।