বাংলা নিউজ > বায়োস্কোপ > Noble: ডিভোর্স ঘোষণার জের, 'গুম' করে দেওয়ার থ্রেট কল নোবেলের স্ত্রীকে

Noble: ডিভোর্স ঘোষণার জের, 'গুম' করে দেওয়ার থ্রেট কল নোবেলের স্ত্রীকে

'গুম' করে দেওয়ার থ্রেট কল নোবেলের স্ত্রীকে

Noble: নোবেলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করার পরই বিপত্তির শুরু! একটার পর একটা হুমকি ফোন পেয়ে যাচ্ছেন সালসাবেল। নোবেল এতটাই মাদকাসক্ত যে তাঁর স্ত্রী আলাদা থাকছিলেন কয়েক দিন ধরেই। এরপর গায়ক যখন জানান তিনি মাদক ছাড়তে পারবেন না তখন তাঁর স্ত্রী তাঁকেই ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

বিগত কয়েকদিন ধরেই নিজের অদ্ভুত 'হরকতের' জন্য খবরের শিরোনামে উঠে আসছেন মইনুল আহসান নোবেল (Noble)। তিনি বাংলাদেশের একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে রীতিমত মাতলামো করেন। তাঁর কাণ্ড দেখে বেজায় ক্ষেপে যান ভক্তরা। জুতো ছুঁড়ে মারেন তাঁরা তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। গায়কের স্ত্রী সালসাবেল এমনিও কয়েকদিন ধরেই তবে সঙ্গে আলাদা থাকছিলেন। তাঁর এই মাদকাসক্তির কারণেই তিনি দূরে ছিলেন। এরপর এই ঘটনা ঘটায় তিনি সোজাসুজি গায়ককে ডিভোর্সের নোটিশ পাঠান। যদিও নোবেলের মতে তাঁদের নাকি আগেই ডিভোর্স হয়ে গিয়েছে।

সালসাবেল কিছুদিন আগে তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন নোবেল কে ডিভোর্স দেওয়ার। তিনি তাঁর পোস্টে লেখেন 'আমি আমার পারিবারিক সিদ্ধান্তে নোবেলের সঙ্গে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ।' সালসাবেল নোবেলকে মাদক ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যাই হয়ে যাক তিনি মাদক ছাড়তে পারবেন না। সেই কারণেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর থেকেই একটার পর একটা হুমকি ফোন পেতে থাকেন সালসাবেল। তাঁকে 'গুম' করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে সেখানে। এমনটাই তিনি জানিয়েছেন।

নোবেল আর সালসাবেলের সম্পর্ক আজকের নয়। গায়ক যখন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার কনটেস্টেন্ট ছিলেন সেই থেকে তাঁদের সম্পর্ক। এরপর তাঁরা বিয়েও করেন। যদিও সেই বিয়ে ছিল পরিবারের অমতে। কিন্তু মাস ছয়েক কাটতে না কাটতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। গায়কের স্ত্রী দেখে নোবেল মাদকাসক্ত হয়ে পড়ছেন। মদ্যপান করা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর গায়েও হাত তুলছেন। এরপর তাঁরা আলাদা থাকতে শুরু করেন একটা সময়। সম্প্রতি সালসাবেল যখন তাঁকে মাদক ছাড়ার কথা বলেন, বলেন চিকিৎসা করানোর জন্য তিনি নোবেল তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কখনই মাদক ছাড়বেন না।

সালসাবেল জানিয়েছেন নোবেল যে এই মাদকাসক্ত হয়ে পড়েছেন এর নেপথ্যে আছেন বাংলাদেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'নোবেলের এই অবস্থার জন্য ও একা দায়ী নয়। এর নেপথ্যে ক্ষমতাশালী মানুষদের অবদান আছে।' তিনি তাঁর পোস্টে সোজাসুজি প্রশাসনিক কর্মকর্তা থেকে রাজনীতিবিদ, এমনকি ব্যবসায়ীদের কথা উল্লেখ করেন। আর এই কথা তিনি লেখার পর থেকেই নাকি তাঁর কাছে উড়ো ফোন আসছে। সেখানেই তাঁকে গুম করে দেওয়ার কথা বলা হচ্ছে বলে জানান গায়কের স্ত্রী।

তিনি ওপার বাংলার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'মাঝে মধ্যেই হুমকি ফোন পাচ্ছি। ফেসবুকে যবে থেকে পোস্ট করেছি তবে থেকেই এই ফোন পাচ্ছি। তুমি কাদের কথা বলছ জানো? কারও নাম বললেই তোমায় গুম করে দেব।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'ব্রহ্মাস্ত্র ওর ভাবনা, আমি…', জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অয়নের তারিফ করণের ২৭ বলে ৬৬ রান উথাপ্পার! বিধ্বংসী ৬০ হাঁকালেন আরও ১ KKR প্রাক্তনী, কাঁপল শিকাগো ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.