গত ২১ জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। আর এই বিশেষ দিনটিতে যেমন বিশ্বের একাধিক জায়গায় নানা কনসার্ট, সঙ্গত আসরের আয়োজন করা হয়েছিল। তেমনই বিভিন্ন সঙ্গীত শিল্পীরাও নিজেদের মতো করে দিনটিকে উদযাপন করলেন। বাদ গেলেন না সারেগামাপা খ্যাত গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি অতি চেনা রবীন্দ্র সঙ্গীতের ম্যাশাপ পোস্ট করেন।
সমদীপ্তা মুখোপাধ্যায়ের বিশ্ব সঙ্গীত দিবস পালন
সমদীপ্তা মুখোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে রবীন্দ্র সঙ্গীত ফুলে ফুলে ঢলে ঢলে গানটির বাংলা এবং স্কটিশ দুটো ভার্সন গাইতে শোনা যাচ্ছে। আর তিনি দুটো ভার্সনকে এত সুন্দর ভাবে মিশিয়ে তুলেছেন যে তাতে রীতিমত অবাক হয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র একদিনেই ২০ হাজার মতো ভিউজ পেয়েছে এই ভিডিয়ো। শেয়ার হয়েছে কয়েকশ বার।
আরও পড়ুন: প্রথম মিস AI প্রতিযোগিতার সেরা ১০ - এ ভারতের জারা শতবরী, কিন্তু কে তিনি? কী কাজ করেন?
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন তাঁর পোস্টে মন্তব্য করেন 'দুর্দান্ত টিউনিং। খুব সুন্দর লাগল। আরও এগিয়ে যাও।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আজকাল অনেক শিল্পীরাই ফ উচ্চারণ করতে পারেন না বা ভুল করেন। সেখানে একেবারে নিখুঁত করে গাইলে। খুব সুন্দর লাগল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মুগ্ধ হয়ে শুনে গেলাম খালি। ভীষণ ভীষণ সুন্দর।'
আরও পড়ুন: 'আমার তো এখন...' ভক্তের ‘বিয়ে কবে করছ’ প্রশ্নের উত্তরে কী বললেন সৌমিতৃষা?
এই বিষয়ে বলে রাখা ভালো একবার এই সমদীপ্তা মুখোপাধ্যায়ের গান শুনে স্বয়ং লতা মঙ্গেশকর মুগ্ধ হয়েছিলেন। তাঁর গান নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন সুর সম্রাজ্ঞী। দিয়েছিলেন আশীর্বাদ। এরপর সারেগামাপাতে এসেও বিশেষ ভাবে নজর কাড়েন সমদীপ্তা।