সমদীপ্তা মুখোপাধ্যায় প্রথমবার তাঁর একটি গানের মাধ্যমে জনপ্রিয়তা পান। তাঁর সেই গান শুনে মুগ্ধ হন লতা মঙ্গেশকর। শেয়ার করেন তাঁর সেই গানের ভিডিয়ো। এর পরে তিনি সারেগামাপাতে এসেও নজর কাড়েন। এবার আরও একটি দুর্দান্ত কাণ্ড ঘটালেন তিনি। অরিজিৎ সিংয়ের গানের সঙ্গে মিলিয়ে দিলেন রবি গানকে।
সমদীপ্তার নতুন ভিডিয়োয় মিলে গেন ভিদা করো আর তোমারও অসীমে
সমদীপ্তা মুখোপাধ্যায় সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে অরিজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গানকে মিলিয়ে দিয়েছেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে অমর সিং চমকিলা। সেই ছবির গান ভিদা করো অল্প দিনেই দর্শকদের নজর কেড়ে নেয়। আর সেই গানের ভাবের সঙ্গেই গায়িকা মিল পেলেন রবীন্দ্র সঙ্গীত তোমারও অসীমের সঙ্গে। তাই এদিন সমদীপ্তা এই দুই গানের ক্রসওভার পোস্ট করেন।
তার আগে তিনি এই ভিডিয়োর শুরুতে বলেন, 'যদিও গান দুটো এক নয় একেবারেই। অনেকটাই আলাদা। তবুও আমার ভিদা করো গানটা শুনলেই একটা নির্দিষ্ট রবীন্দ্র সঙ্গীতের কথা মনে পড়ে যায়।' তিনি মাত্র এক সপ্তাহ আগে পোস্ট করেছেন এই ভিডিয়োটি এর মধ্যেই এটি ২০ লাখের বেশি ভিউজ পেয়েছে। সঙ্গে পেয়েছে কয়েক হাজার কমেন্ট।
আরও পড়ুন: 'জোকসেও সংরক্ষণ!', দলিত কমেডিয়ানদের প্রতিবাদের ভাষাই কমেডি, কী বললেন মনজিৎ - অঙ্কুররা?
কে কী বলছেন?
সমদীপ্তার এই চেষ্টায় মুগ্ধ তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'ভিদা করো গানটি খামাজ আর তোমারও অসীমে বেহাগ। দুটো গানের একটু খানি জায়গা একরকম শুনতে। কিন্তু দারুণ মিলিয়েছেন আপনি।' আরেকজন লেখেন, 'দারুণ তুলনা করেছেন। আমারও এই গানটা শুনলেই তোমারও অসীমের কথাই মনে পড়ে যদিও গান দুটোর লিরিক্স এক নয়।'