সামান্থা রুথ প্রভু এখন নাগার জীবনে অতীত। বর্তমান শুধুই শোভিতা। নাগার্জুন পুত্র নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালার বিয়ে এখন শুধুই কিছু সময়ের অপেক্ষা। বিচ্ছেদের পর থেকেই প্রাক্তনকে, সর্বোপরি ‘সামান্থা’ নামটিকেই এখন এড়িয়ে চলেন নাগা। তবু সামান্থা যেন কিছুতেই তার পিছু ছাড়ে না।
এমনকি শোভিতার সঙ্গে ঘটা করে নতুন জীবন শুরু করার সময়ও তাঁদের পাশে এসে দাঁড়ালেন সামান্থা। গায়ে হলুদ থেকে মঙ্গলস্নান সর্বত্রই উপস্থিত ছিলেন তিনি। এমনকি বিয়ের অনুষ্ঠান থেকে ছবিও পোস্ট করেছেন তিনি। কী অবাক হচ্ছেন?
যদিও এখবর ভীষণভাবেই সত্যি। যে নাগা ও শোভিতার বিয়েতে বাস্তবেই উপস্থিত ছিলেন সামান্থা। এমনকি নাগার নতুন বউ শোভিতার গালে হলুদ ছোঁয়াতেও দেখা গেল তাঁকে। গালে গাল রেখে ছবিও তুললেন। তবে ইনি সামান্থা ঠিকই তবে সামান্থা রুথ প্রভু নন। সামান্থা ধুলিপালা। যিনি কিনা শোভিতা ধুলিপালার দিদি। হ্য়াঁ, নাগার শ্যালিকার নামও সামান্থা। যিনি কিনা পেশায় চিকিৎসক। বিয়েও করেছেন সাহিল গুপ্ত নামে এক চিকিৎসককে।
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
তবে একথা সত্যি যে 'সামান্থা' নামটি কিছুতেই যে নাগার পিছু ছাড়ে না। এই ছবিগুলি দেখে নেটিজেনরা অনেকেই তাই বলছেন 'হায়রে কপাল! দ্বিতীয় বিয়েতেও আবার সামান্থা!'
৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে বসতে চলেছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আসর। ৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে বিয়ে করবেন তাঁরা। ৫০ কোটি টাকায় একটি OTT প্ল্যার্টফর্মকে বিয়ের ভিডিয়োর স্বত্ত্ব বিক্রি করেছেন নাগা-শোভিতা।
প্রসঙ্গত, এই বিয়ে শোভিতার জীবনে প্রথম বিয়ে হলেও নাগার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে ঘটা করে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তীক্ততার মধ্যে দিয়ে ২০২১-এ সেই ভালোবাসার বিয়ে ভেঙে যায়। তবে সেসব এখন অতীত। জানা যাচ্ছে, নিজের বিয়ে শোভিতা তাঁর মা ও দিদিমার পুরনো ঐতিহ্যাবাহী গয়না পরবেন।