দেখতে দেখতে আট মাস। প্রায় বছর ঘুরতে চলল আর কী! তবু 'উ অন্তভা'র রেশ যেন কাটতে চায় না। আরও একবার সেই স্মৃতি উস্কে দিলেন সামান্থা প্রভু। তবে এ বার বিপরীতে 'পুষ্পা' অল্লু অর্জুন নন, অক্ষয় কুমার।
ইন্ডাস্ট্রির দুই তারকার রসায়নের সাক্ষী থাকবে দর্শক। সৌজন্যে 'কফি উইথ করণ'। অনুষ্ঠানের নতুন পর্বে অতিথি হয়ে আসবেন অক্ষয়-সামান্থা। সেখানেই 'উ অন্তভা'র তালে নেচে উঠবেন অভিনেত্রী। হুবহু ছবির মতো স্টেপ করতে দেখা যাবে তাঁকে। সামান্থাকে সঙ্গ দেবেন অক্ষয়। ইতিমধ্যেই তাঁদের নাচের ঝলক প্রকাশ্যে এসেছে। দু'জনের যুগলবন্দিতে মুগ্ধ অনুরাগীরা।
যেমন তেমন ভাবে নয়। এক্কেবারে ছবির মতো করেই আবির্ভাব হল দু'জনের। নায়িকাকে কোলে তুলে নিয়ে এলেন নায়ক। একে অপরের সঙ্গে খুনসুটি চালিয়ে গেলেন করণের দুই অতিথি। সামান্থা জানান, অক্ষয়ের কোলে সওয়ার হতে বেশ ভালোই লেগেছে তাঁর।
'পুষ্পা: দ্য রাইজ'-এর সেই আইটেম গানে এক্কেবারে অন্য রূপে ধরা দিয়েছিলেন সামান্থা। শোনা যায়, মিনিট তিনেকের গানের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। প্রথমে নাকি 'সাহসী' অবতারে পর্দায় আসতে দ্বিধাগ্রস্ত ছিলেন। গুঞ্জন, অবশেষে অল্লু অর্জুনের অনুরোধে রাজি হন অভিনেত্রী।