অবশেষে তাঁর সঙ্গে দেখা হল। সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদের সঙ্গে ছবি পোস্ট করে এই কথা লিখলেন সামান্থা। উরফি এবং সামান্থা বহুদিন ধরেই Instagram-এ একে অপরের সঙ্গে কথা বলেন। তবে সামনে সামনে কখনও দেখা হয়নি। অবশেষে মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁয় সামনাসামনি দেখা করলেন উরফি ও সামান্থা।
মুম্বাইয়ে বন্ধু ডিজাইনার ক্রেশা বাজাজকে নিয়ে উরফির সঙ্গে দেখা করতে এসেছিলেন সামান্থা। আড্ডা এবং নিখাদ গল্পের মাঝখানে একটি ছবিও তুলে ফেলেন তিনি। সামান্থার সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে উরফি লেখেন, অস্পষ্ট কিন্তু (গোলাপ ইমোজি)। প্রিয় দুটি মানুষ।
আরও পড়ুন: বন্ধুর বিয়েতে ফাটিয়ে নাচ রাধিকার! কোন গানের তালে আসর জমালেন আম্বানিদের ছোট বউ?
আরও পড়ুন: অনুমতি ছাড়া পারফর্ম করায় হার্ডি সান্ধুকে গ্রেফতার চণ্ডীগড় পুলিশের! বাতিল কনসার্ট- রিপোর্ট
উরফির পোস্ট নিজের অ্যাকাউন্টে রিপোর্ট করে সামান্থা লেখেন, অবশেষে আমি তোমার সঙ্গে দেখা করলাম। (হার্ট ইমোজি)। একজন দক্ষিনী অভিনেত্রী এবং অন্যজন শুধুমাত্রই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। কীভাবে হল এই বন্ধুত্ব?

এই বছর গ্যালাট্টা ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার চলাকালীন ভিডিয়ো বার্তায় উরফি কথা বলেছিলেন সামান্থার সঙ্গে। উরফি সামান্থার উদ্দেশ্যে বলেছিলেন, হাই সামান্থা। আমি তোমার অনেক বড় ভক্ত। আপনার সঙ্গে আমার কোনওদিন দেখা হয়নি, কিন্তু আপনি আমার অনেক বড় আইডল।
আরও পড়ুন: আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল সনম তেরি কসম! লাভিয়াপ্পা-ব্যাডঅ্যাস রবিকুমারকে ছাপিয়ে কত আয় করল?
আরও পড়ুন: লাঠি খেলা থেকে ঘোড়ায় চড়া: সম্ভাজি হতে কী কী করেছেন ভিকি প্রকাশ্যে আনলেন
উরফি আরও বলেন, ক্রিশা সবসময় আপনার কথা বলে। ও আপনার অনেক বড় ভক্ত। আমিও তাই। আমাদের দেখা না হলেও আমি জানি আপনি আমাকে সব সময় সমর্থন করেন। আপনি আমার দেখা সবথেকে সুন্দর মনের মানুষ। খুব তাড়াতাড়ি দেখা হবে। উরফির এই মনের ইচ্ছা পূরণ করার জন্যই তাঁর সঙ্গে দেখা করলেন সামান্থা। তুললেন ছবিও।
প্রসঙ্গত, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এখন সিঙ্গেল জীবন কাটাচ্ছেন সামান্থা। ২০১৭ সালে একসঙ্গে যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ আলাদা হয়ে যায় ২০২১ সালে। অন্যদিকে গতবছর শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাগার্জুনের ছেলে।