পরপর ফ্লপ ছবি, তা সত্ত্বেও থেমে নেই সামান্থা। শারীরিক অসুস্থতা সঙ্গে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে ‘ওহ আন্তাভা’ গার্ল। ‘যশোদা’র পর ‘শকুন্তলম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় কটাক্ষে জেরবার হয়েছেন অভিনেত্রী। দক্ষিণী প্রযোজক চিট্টিবাবুর সঙ্গে বাকযুদ্ধেও জড়িয়েছেন। কিন্তু সেইসব বিতর্ক হেলায় উড়িয়ে হায়দরাবাদে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনলেন ‘দ্য ফ্যামিলিম্য়ান’ খ্যাত অভিনেত্রী। সূত্রের খবর সামান্থার এই বাড়ি কিনতে খরচ করেছেন ৭.৮ কোটি টাকা। হায়দরাবাদের অভিজাত এলাকা জয়াভেড়ি অরেঞ্জ কাউন্টির বহুতলে অবস্থিত সামান্থার এই ডুপ্লেক্স। ১৩ ও ১৪ তলার অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী।
শহরের জুবিলি হিলসের বাড়িতে প্রাক্তন স্বামী নাগা চৈতন্য সঙ্গে থাকতেন অভিনেত্রী। তবে বিচ্ছেদের পর ওই বাড়িতে দুই পোষ্য হাস আর সাশা-র সঙ্গে একাই থাকতেন নায়িকা। নাগা চৈতন্যকে ডিভোর্স দিতে নাকি ২৫০ কোটি টাকার খোরপোষ নিয়েছেন সামান্থা, এমন গুজব রটেছিল। যদিও সেই সমালোচনা উড়িয়ে নায়িকা সাফ জানান এক টাকাও কারুর হাতে হাত পেতে নেননি তিনি। চলতি বছরের গোড়ার দিকে মুম্বইতেও একটি তিন রুমের ফ্ল্য়াট কিনেছিলেন সামান্থা, বোঝাই যাচ্ছে বিয়ে ভাঙার পর নিজের ইনভেস্টমেন্ট নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।
সম্প্রতি সামান্থাকে নিয়ে নাগা চৈতন্য জানিয়েছেন, ‘অত্যন্ত ভালো মেয়ে সামান্থা, পৃথিবীর সব রকমের সুখ লাভের যোগ্য সে।’ শুধু ছাদ আলাদা হয়েছে তাই নয়, আইনত তাঁদের পথ আলাদা হয়েছে সেকথাও জানান নাগার্জুন পুত্র। নাগার কথায়,'আমরা দুজনেই অতীত ভুলে এগিয়ে গিয়েছি। তবে অতীতের সেই অধ্যায়ের জন্য সবসময়ই আমার মনে শ্রদ্ধা থাকবে।' জোর গুঞ্জন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন সামান্থার প্রাক্তন স্বামী।
সূত্রের খবর, সামান্থার নতুন অ্যাপার্টমেন্টের জন্য ৬টি পার্কিং স্লট নির্দিষ্ট রয়েছে ওই বহুতলে। ১৩ ও ১৪ তলা মিলিয়ে মোট ৭,৯৪৪ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনেছেন সামান্থা। ‘ও আন্তাভা'র গার্ল’কে শীঘ্রই দেখা যাবে সিটাডেলের ভারতীয় সংস্করণে। এই সিরিজে সামান্থার সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান।