বাংলা নিউজ > বায়োস্কোপ > Samantha Ruth Prabhu: ‘আমি এখনও মরে যাইনি’, রোগ নিয়ে অতিরঞ্জিত শিরোনাম দেখে একহাত নিলেন সামান্থা

Samantha Ruth Prabhu: ‘আমি এখনও মরে যাইনি’, রোগ নিয়ে অতিরঞ্জিত শিরোনাম দেখে একহাত নিলেন সামান্থা

সামান্থা রুথ প্রভু

Samantha Ruth Prabhu: অটোইমিউন ডিজিজ মায়োসাইটিস রোগে আক্রান্ত সামান্থা প্রভু। অসুস্থতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় তাঁর তেলুগু থ্রিলার ‘যশোদা’।

মায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অসুস্থতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন অনেকটাই ভালো আছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় তাঁর তেলুগু থ্রিলার ‘যশোদা’। 

ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সামান্থা। আবেগঘন কণ্ঠস্বর নিয়ে সামান্থা বলেছেন, ‘যেমনটা আমার পোস্টে(ইনস্টাগ্রাম) বলেছি, সময় কখনও ভালো যায় আবার কখনও খারাপ যায়। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনওদিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি ভাবি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’

আরও পড়ুন: বিজয় মালিয়ার ভূমিকায় থাকবেন অনুরাগ কাশ্যপ? আসছে ‘ফাইল নম্বর ৩২৩’

অভিনেত্রীকে আরও বলতে শোনা যায়, ‘আমি একটি জিনিস পরিস্কার করতে চাই। অনেক প্রতিবেদনে আমার আমার অবস্থাকে জীবনের-হুমকি হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনও মরে যাইনি। আমার মনে হয় না এই ধরনে অতিরঞ্জিত শিরোনামগুলির খুব প্রয়োজন ছিল।’

সোমবার ইনস্টাগ্রামে যশোদার প্রোমোশন থেকে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা রুথ প্রভু। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু বলে দিন খারাপ যেতে পারে। সবকিছু খারাপ হতে পারে। তবে ইতিবাচক মনোভাবকে আঁকড়ে বাঁচতে হবে। তাঁর জীবনের নীতি খুব স্পষ্ট। ঘুম থেকে ওঠো। স্নান করো। শেভ করো এবং নিজেকে সকলের সামনে সেরা ভাবে তুলে ধরো।’

কী হয়েছিল সামান্থা রুথ প্রভুর? জানিয়েছিলেন, মায়োসাইটিস আক্রান্ত তিনি। এই অটোইমিউন রোগে পেশী আবৃত কোষগুলিতে প্রদাহ হয়। এতে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা দেখা যায়, শরীরে ক্লান্তি আসে, এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায়।

বন্ধ করুন