বাংলা নিউজ > বায়োস্কোপ > Naga Chaitanya-Samantha Ruth: শোভিতার সঙ্গে বাগদান প্রাক্তন নাগার, তারপরই কার বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' বললেন সামান্থা?

Naga Chaitanya-Samantha Ruth: শোভিতার সঙ্গে বাগদান প্রাক্তন নাগার, তারপরই কার বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' বললেন সামান্থা?

নাগা-শোভিতা, সামান্থা

‘সামান্থার আর চিন্তা করার দরকার নেই, আমি ওঁর জন্য আছি সবসময়ের জন্য। যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে যায়, আমি সবার বিপক্ষে গিয়ে তোমার সঙ্গে আছি।’

সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই (২০২১), এরপর চলতি মাসেই বাগদান সেরেছেন নাগা চৈতন্য। পাত্রী শোভিতা ধুলিপালা। বাগদানের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। এদিকে নাগা চৈতন্যের বাগদানের খবরের মাঝেই নতুন করে চর্চায় উঠে এলেন প্রাক্তন সামান্থা।

একদিন শোভিতার সঙ্গে বাগদানের ঠিক আগে সামান্থার সঙ্গে পুরনো ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন নাগা। অন্যদিকে ঠিক তখনই নতুন করে বিয়ের প্রস্তাব পেলেন সামান্থাও।

বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি সামান্থার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়েন এক যুবক। তবে বাড়ি খুঁজে না পেয়ে শেষপর্যন্ত সামান্থার জিমে পৌঁছে যান ওই অনুরাগী যুবক। নাম তাঁর মুকেশ। তিনি লেখেন, ‘সামান্থার আর চিন্তা করার দরকার নেই, আমি ওঁর জন্য আছি সবসময়ের জন্য। যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে যায়, আমি সবার বিপক্ষে গিয়ে তোমার সঙ্গে আছি।’ তবে ওই যুবক সামান্থার উদ্দেশ্যে আরও বার্তা দেয় যে, ‘সামান্থা যদি হ্যাঁ বলেন, তাহলে সে তাঁকে বিয়ে করতে প্রস্তুত, তবে তাঁর আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য সামান্থাকে ২ বছর অপেক্ষা করতে হবে।’

তবে পুরোটাই ঘটেছে ভিডিয়োর কারসাজিতে। আর এই ভিডিয়োটি মুকেশ নামে যে যুবক বানিয়েছেন, তিনি আদপে সামান্থার অনুরাগী। সোশ্যালে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি নজর এড়ায়নি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তিনিও মজা করে লেখেন, ‘আমি তো জিমটা দেখে মোটামুটি রাজিও হয়ে গিয়েছিলাম।'

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে গোয়াতে ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বিয়ের পর তাঁদের সেই সম্পর্ক তিক্ততায় ভরে যায়। এরপর ২০২১-এ বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা। 

নাগার সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গিয়েছিল, সেবিষয়ে সামান্থা কফি উইথ করণ-এ এসে বলেছিলেন, 'আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত, যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারলো কোনও জিনিস না রাখাই ভালো।' অর্থাৎ তিক্ততা খুনোখুনির পর্যায়তেও পৌঁছে যেতে পারত, এমনটাই ইঙ্গিত করেছিলেন সামান্থা। 

তবে নতুন প্রেম ও সম্পর্কে জড়ানোর বিষয়ে সামান্থা বলেছিলেন, তাঁর মনের দুয়ার বন্ধ হয়ে গিয়েছে। তবে অনুরাগীর ভিডিয়োতে সামান্থার মন্তব্য দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘তবে কি সামান্থার মনে নতুন করে প্রেম জাগলো?’

বায়োস্কোপ খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.