সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই (২০২১), এরপর চলতি মাসেই বাগদান সেরেছেন নাগা চৈতন্য। পাত্রী শোভিতা ধুলিপালা। বাগদানের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। এদিকে নাগা চৈতন্যের বাগদানের খবরের মাঝেই নতুন করে চর্চায় উঠে এলেন প্রাক্তন সামান্থা।
একদিন শোভিতার সঙ্গে বাগদানের ঠিক আগে সামান্থার সঙ্গে পুরনো ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন নাগা। অন্যদিকে ঠিক তখনই নতুন করে বিয়ের প্রস্তাব পেলেন সামান্থাও।
বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি সামান্থার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়েন এক যুবক। তবে বাড়ি খুঁজে না পেয়ে শেষপর্যন্ত সামান্থার জিমে পৌঁছে যান ওই অনুরাগী যুবক। নাম তাঁর মুকেশ। তিনি লেখেন, ‘সামান্থার আর চিন্তা করার দরকার নেই, আমি ওঁর জন্য আছি সবসময়ের জন্য। যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে যায়, আমি সবার বিপক্ষে গিয়ে তোমার সঙ্গে আছি।’ তবে ওই যুবক সামান্থার উদ্দেশ্যে আরও বার্তা দেয় যে, ‘সামান্থা যদি হ্যাঁ বলেন, তাহলে সে তাঁকে বিয়ে করতে প্রস্তুত, তবে তাঁর আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য সামান্থাকে ২ বছর অপেক্ষা করতে হবে।’
তবে পুরোটাই ঘটেছে ভিডিয়োর কারসাজিতে। আর এই ভিডিয়োটি মুকেশ নামে যে যুবক বানিয়েছেন, তিনি আদপে সামান্থার অনুরাগী। সোশ্যালে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি নজর এড়ায়নি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তিনিও মজা করে লেখেন, ‘আমি তো জিমটা দেখে মোটামুটি রাজিও হয়ে গিয়েছিলাম।'
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে গোয়াতে ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বিয়ের পর তাঁদের সেই সম্পর্ক তিক্ততায় ভরে যায়। এরপর ২০২১-এ বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।
নাগার সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গিয়েছিল, সেবিষয়ে সামান্থা কফি উইথ করণ-এ এসে বলেছিলেন, 'আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত, যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারলো কোনও জিনিস না রাখাই ভালো।' অর্থাৎ তিক্ততা খুনোখুনির পর্যায়তেও পৌঁছে যেতে পারত, এমনটাই ইঙ্গিত করেছিলেন সামান্থা।
তবে নতুন প্রেম ও সম্পর্কে জড়ানোর বিষয়ে সামান্থা বলেছিলেন, তাঁর মনের দুয়ার বন্ধ হয়ে গিয়েছে। তবে অনুরাগীর ভিডিয়োতে সামান্থার মন্তব্য দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘তবে কি সামান্থার মনে নতুন করে প্রেম জাগলো?’