বাংলা নিউজ > বায়োস্কোপ > Samantha Ruth Prabhu's report card: সামান্থার ক্লাস টেনের রিপোর্ট কার্ড ভাইরাল, অঙ্কের নম্বর দেখলে চোখ কপালে উঠবেই

Samantha Ruth Prabhu's report card: সামান্থার ক্লাস টেনের রিপোর্ট কার্ড ভাইরাল, অঙ্কের নম্বর দেখলে চোখ কপালে উঠবেই

রিপোর্ট কার্ডের ছবি শেয়ার করলেন সামান্থা। 

সামান্থা রুঠ প্রভু-র রিপোর্ট কার্ডের ছবি টুইটারে শেয়ার করেছেন এক অনুরাগী। তা রি-টুইট করে নিলেন অভিনেত্রী নিজেই। দেখুন কেমন ছাত্রী ছিলেন তিনি। 

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুঠ প্রভু। সম্প্রতি তাঁর দশম শ্রেণির রিপোর্ট কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বরাবরই নিজের অভিনয় ক্ষমতার গুণে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন সামান্থা। আর ভাইরাল হওয়া রিপোর্ট কার্ড প্রমাণ করছে যে লেখাপড়াতেও খুবই ভালো ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি টুইটারে সামান্থা (Samantha Ruth Prabhu) এই মার্কশিটের ছবিখানা শেয়ার করে নিয়েছেন। যেখানে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর দেখে যে কারও চোখ কপালে উঠবে। দেখা যাচ্ছে সমস্ত বিষয়ে তিনি ৮০-এর উপরে নম্বর উপরে নম্বর পেয়েছেন। গণিতে ১০০ পেয়েছেন। ভূগোল ও উদ্ভিদবিদ্যা ছাড়া বাকি বিষয়গুলিতে স্কোর করেছেন ৯০-এর উপরে। সঙ্গে রিপোর্ট কার্ডের উপর প্রশংসাসূচক মন্তব্য করে শিক্ষকরা লেখেন, সামান্থা এই স্কুলের ‘সম্পদ’।

ফাঁস হওয়া রিপোর্ট কার্ডটি কেবল তাঁর ভক্তদেরই অবাক করেনি বরং তাঁদের বুদ্ধিমত্তার জন্যও বিস্মিত করেছে। সামান্থার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। তাঁর একাডেমিক কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন। আরও পড়ুন: দাড়ি-গোঁফ সব কামিয়ে ফেললেন রাজ! বরকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া শুভশ্রীর?

এক অনুরাগী সামান্থার এই ছবিখানা শেয়ার করে লিখলেন, তিনি জীবনের সমস্ত দিক থেকে শীর্ষস্থানীয়। তা সে একজন ছাত্রী হোক বা কন্যা, কর্মী, স্ত্রী, পুত্রবধূ বা মা। অভিনেত্রী তাঁর অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন এবং এই রিপোর্ট কার্ড প্রমাণ করে যে তিনি একজন সত্যিকারের প্রতিভা। আরও পড়ুন: কুমার শানুর দত্তক মেয়ে! ট্রোলের কারণে অবসাদ, নিজের ক্ষতি করেন, মুখ খুললেন শ্যানন

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সিটাডেলের প্রিমিয়ারে সামান্থার যে ছবিগুলি ভাইরাল হয়েছিল তাতে তাঁর পাঁজরের কাছে ‘চৈ’ নামের একটি ট্যাটু চোখে পড়ে সকলের। যা তিনি করিয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর নামে। সম্পর্ক দু বছর আগে ভাঙলেও সে স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

কাজের সূত্রে সামান্থাকে শেষ দেখা গিয়েছে 'শকুন্তলম' ছবিতে। যা প্রচুর প্রশংসা পেয়েছে। অভিনেত্রী 'কুশি'-এর সেটেও কাজ করছেন এখন, যা একটি রোমান্টিক কমেডি ছবি, এই বছরের পয়লা সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। সঙ্গে থাকবেন সিটাডেলের ভারতীয় সংস্করণে, বরুণ ধাওয়ানের বিপরীতে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন