২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন নাগা চৈতন্যের সঙ্গে। কিন্তু সেই বিয়ে টেকেনি। দুজনের বিবাহিত জীবনের আয়ু ছিল মাত্র ৪ বছর। বিবাহ বিচ্ছেদের পরই তিনি তাঁর বিয়ের গাউনের রূপ বদলেছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল তাঁর এনগেজমেন্ট রিংয়েরও। কী করলেন তিনি সেই আংটি দিয়ে?
কী ঘটেছে?
জানা গিয়েছে অভিনেত্রী তাঁর এনগেজমেন্ট রিংকে মডিফাই করেছেন ঠিক বিয়ের গাউনের মতোই। সেই আংটিকে তিনি তাঁর লকেটে বদলে ফেলেছেন বলেই জানা গিয়েছে। জুয়েলারী ইনফ্লুয়েন্সার ধ্রুমিত মেরুলিয়া তাঁর ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন সম্প্রতি। তিনি তাঁর মতো করে রিসার্চের পর জানিয়েছেন নাগা চৈতন্য যে আংটি দিয়েছিলেন সামান্থাকে তিনি সেটাকে বদলে নিয়েছেন একটি লকেটে। তিনি নাগার সঙ্গে সম্পর্কে থাকার সময় এবং বর্তমান সময়ের দুটো ছবি পোস্ট করে প্রমাণ হিসেবে দেখান ৩ ক্যারেটের প্রিন্সেস কাট হিরের আংটিকে অভিনেত্রী এখন একটি লকেটে বদলে নিয়েছেন।
যদিও ধ্রুমিত এমন দাবি করার পর এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি সামান্থা। কিন্তু আংটি আর লকেটের মধ্যে ব্যাপক মিল থাকায় নেটিজেনরা এই দাবি সত্যি বলেই মনে করছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এর আগেও সামান্থা রুথ প্রভু তাঁর বিয়ের সাদা গাউনটিকে বদলে একটি কালো বডিকন ড্রেস বানিয়ে ফেলেছেন। অনেকেই সেটাকে প্রতিশোধের পোশাক বলে তকমা দিয়েছেন। যদিও অভিনেত্রী জানিয়েছেন এই বদলের সঙ্গে কোনও বদলার মনোভাব নেই। ডিভোর্সের পর তিনি সেটাকে মেনে নিয়েছেন এবং সেটার জন্যই এই বদল করেছেন।
আরও পড়ুন: মাত্র ৬ বছর বয়সে শুরু করেছেন কেরিয়ার, দেখুন তো ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০১০ সালে নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু প্রথমবারের জন্য একটি ছবিতে কাজ করেন। এরপর ২০১৭ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০২১ সালেই তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অবশেষে ২০২২ সালে সম্পর্কে ইতি টানেন। অন্যদিকে নাগা চৈতন্য ২০২৪ সালে তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।