আগামি সপ্তাহেই শোভিতার হাত ধরে নতুন জীবন শুরু করছেন নাগাচৈতন্য। শুক্রবার থেকে পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিয়ের উদযাপন। নাগার গায়ে ছোঁয়ানো হলুদ গায়ে মেখে মঙ্গলস্নান সেরেছেন শোভিতা। তাঁদের এই খুশির দিনেই মাথায় আকাশ ভেঙে পড়ল সামান্থা প্রভুর। নাগার প্রাক্তন স্ত্রীর বাবা চলে গেলেন।
বাবা, জোসেফ প্রভুর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করেনিয়েছেন সামান্থা। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের এই খবর জানান। তিনি একটি ভাঙা হৃদয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘যতদিন না পর্যন্ত আমাদের ফের দেখা হচ্ছে বাবা…’।
সামান্থার বাবার মৃত্যু
জোসেফ প্রভুর মৃত্যুর কারণ জানা যায়নি। অভিনেতা তেজা সাজ্জা কঠিন সময়ে সহকর্মী সামান্থাকে সমর্থন জানিয়েছেন। তিনি লেখেন, ‘তুমি তোমার বাবার সাথে যে স্মৃতি ভাগ করে নিয়েছো, তাকে আঁকড়েই শান্তি পাও। প্রিয় স্যাম, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা’।
বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছিলেন সামান্থা। নায়িকার কথায়, 'বেড়ে ওঠার সমস্ত আমাকে নিজের সিদ্ধান্ত নিয়ে লড়াই করতে হয়েছিল। আমার বাবা অনেকটা এরকম ছিলেন যেমনটা বেশিরভাগ ভারতীয় বাবা-মা হন। তারা মনে করে যে তারা আপনাকে রক্ষা করছে... তিনি আসলে আমাকে বলেছিলেন, ‘তুমি স্মার্ট নও। এটাই ভারতীয় শিক্ষার মানদণ্ড মাত্র, সেইজন্যই তুমি প্রথম হতে পেরোছো। আপনি যখন একটি শিশুকে এই কথা বলেন, আমি সত্যিই দীর্ঘদিন ধরে বিশ্বাস করতাম আমি স্মার্ট নই এবং যথেষ্ট ভাল নই।’
২০২২ সালে সামান্থা ও নাগা চৈতন্যের বিয়ের ছবি শেয়ার করেছিলেন জোসেফ। জোসেফ প্রভু ফেসবুকে মেয়ের বিয়ের কিছু স্মৃতি শেয়ার করেছিলেন। সামান্থা রুথ প্রভুর বাবা লিখেছেন, ‘অনেক দিন আগে একটা গল্প ছিল। এখন আর তার অস্তিত্ব নেই! সুতরাং, একটি নতুন গল্প শুরু করা যাক। এবং একটি নতুন অধ্যায়!’ অর্থাৎ মেয়েকে ফের কনের সাজে দেখতে চেয়েছিলেন সামান্থার বাবা। মেয়ের বিয়ে ভাঙায় কষ্ট পান জোসেফ। তাঁর প্রাক্তন জামাইয়ের দ্বিতীয় বিয়ের আগেই আচমকা প্রয়াত হলেন।
আগস্টে হায়দরাবাদে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সারেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। নাগার্জুন ছেলে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার এনগেজমেন্টের সুখবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন। আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করছেন চৈতন্য-শোভিতা। ভালোবেসে সামান্থাকে বিয়ে করেছিলেন নাগা। ফ্যানেদের চোখে তাঁরা ছিলেন ‘অভিন্ন হৃদয়’ জুটি। কিন্তু ২০২১ সালের অক্টোবরে এক যৌথ বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।