ভারতের স্ট্যান্ড আপ কমেডির দুনিয়ায় অন্যতম খ্যাতনামা ব্যক্তি হলেন সময় রায়না। রণবীর আল্লাহবাড়িয়া সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি করেছেন সেটাও এই সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্টে গিয়েই। ইতিমধ্যে একাধিক অভিযোগ, তদন্ত শুরু হয়েছে। ডাক পাঠানো হয়েছে মহিলা কমিশন থেকেও। তার মাঝেই বড় পদক্ষেপ সময় রায়নার। তিনি এদিন জানিয়ে দিলেন যে তিনি তাঁর এই শো অর্থাৎ ইন্ডিয়াস গট লেটেন্টের সমস্ত ভিডিয়ো মুছে দিলেন ইউটিউব থেকে।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা-পরিচালক, তাও ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মাধবন! কেন?
আরও পড়ুন: '২০২৫ -এর সেরা আদর', ছেলের জন্মের মাস ঘোরেনি, এর মধ্যেই একরত্তির ছবি পোস্ট রূপসার
কী জানিয়েছেন সময় রায়না?
এদিন সন্ধ্যায় সময় রায়না এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'এখন যা যা ঘটে যাচ্ছে সেটা আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়াস গট লেটেন্টের সমস্ত ভিডিয়ো ডিলিট করে দিয়েছি।'
তিনি এদিন সাফাই দিয়ে আরও জানান, 'আমার খালি একটাই উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো, আর ভালো সময় কাটানো। আমি সমস্ত এজেন্সির সঙ্গে সম্পূর্ণ সহায়তা করব তাঁদের তদন্তে। ধন্যবাদ।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এত কথা লিখলেন, তাও ভুল করেছেন যে সেটা স্বীকার করলেন না। ক্ষমা চাইলেন না। নির্লজ্জ একেবারেই।' আরেকজন লেখেন, 'এবার একটু শুধরে যান।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উদ্ধার করে দিয়েছে ডিলিট করে। যত্তসব ঢং।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এমনিও আপনারা মজার নামে যেটা করেন সেটা দেখে হাসি পায় না। খুবই বিরক্তিকর।'
আরও পড়ুন: মহাকুম্ভে ডুব দিয়ে যোগী প্রশাসনের প্রশংসা, এবার বাংলার ত্রিবেণীতে এসে কী বললেন রচনা?
কী ঘটেছে?
সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ।