সম্প্রতি সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্টে এসে মা বাবার সঙ্গম নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। তারপরই এক এক করে কখনো সময়ের পুরনো ভিডিয়ো তো কখনো কপিল শর্মার পুরনো ভিডিয়ো ভাইরাল হচ্ছে। এবার দর্শকরা ক্ষুব্ধ হলেন সময় রায়নার একটি ভিডিয়ো দেখে যেখানে তিনি ২ মাসের একটি শিশুর চিকিৎসা নিয়ে মশকরা করেছেন।
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
কী ঘটেছে?
এদিন সময় রায়নার একটি স্ট্যান্ড আপ কমেডি শোয়ের ভিডিয়ো ক্লিপ আচমকাই ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, '২ মাসের বাচ্চা। আর ওর সঙ্গে কিছুটা একটা হয়েছে। আর সেটার চিকিৎসার জন্য ওর ১৬ কোটি টাকার ইনজেকশন লাগবে। ২ মাসের বাচ্চার ১৬ কোটি টাকার ইনজেকশন চাই। ম্যাম আপনি বলুন, আপনি যদি সেই মা হতেন, আর আপনার ব্যাঙ্কে ১৬ কোটি টাকা এসে যেত, একবার অন্তত নিজের স্বামীকে দেখিয়ে বলতেন....' বলেই নিজের পেট দেখাতে থাকেন এই জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তারপর ফের বলেন, 'ইনফ্লেশন বাড়ছে। ওই ইনজেকশন দেওয়ার পর বাচ্চাটা বাঁচবে কিনা সেটার কোনও গ্যারান্টি নেই, মরেও যেতে পারে। ভাবো ইনজেকশন দেওয়ার পর যদি মরে যায় কত লস হবে। আর ওটার থেকেও খারাপ হবে যদি সেই বাচ্চা বেঁচে যায় আর বড় হয়ে বলে আমি কবি হতে চাই বড় হয়ে....' বলেই মা ক্ষেপে গিয়ে যে বাচ্চাটাকে মারত সেটার ইঙ্গিত করেন। এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায় ১০ লাখ বার দেখা হয়েছে। আর নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'যেদিন নিজের সঙ্গে হবে বুঝবেন। কর্ম কিন্তু এই জন্মেই ফল দেখাবে।' কেউ আবার লেখেন, 'ওঁকে গ্রেফতার করা উচিত এই নোংরা মানসিকতার জন্য।' তৃতীয় জন লেখেন, 'মজার নামে কত কিছুই না চলে!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যারা একটি অসুস্থ শিশু আর তার মা বাবার অসহায় অবস্থাকে নিয়ে ডার্ক কমেডির নামে খিল্লি করতে পারে, তারা মানুষ খুনও করতে পারে। আমার বুঝে কাজ নেই ওমন ডার্ক কমেডি।'
তবে কেউ কেউ কিন্তু সময়কে আবার সমর্থন করেছেন। তাঁদের মতে এটা ডার্ক কমেডি। কেউ আবার বলেছেন এই ১৬ কোটির ইনজেকশন ব্যাপারটা একটা স্ক্যাম।