টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ সম্ভাবনা শেঠ। অভিনয় বা নাচের পাশাপাশি ভ্লগের মাধ্যমে প্রতিদিনের বিভিন্ন মুহূর্তগুলো ভাগ করে নেন৷ সম্প্রতি তিনি নিজেই জানান, অস্ত্রোপ্রচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হবে। স্বামী অবিনাশ দ্বিবেদী কঠিন সময়ের মধ্য দিয়ে পাশে ছিলেন। যত্ন নেন অনবরত। ভ্লগের মধ্যমেই তাঁরা সবটা বিস্তারিতভাবে জানান সকলকে।
হঠাত্ এমন ভিডিয়ো দেখে উদ্বেগ তৈরি হয় সকলের মনেই। আচমকা এমন কী হল?জানা গিয়েছে, প্রাক্তন বিগ বস প্রতিযোগী সম্ভাবনা শেঠ তাঁর জরায়ুতে পলিপ অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করতে হয়, যার ফলে তৈরি হয় অসম্ভব ব্যথা।
আরও পড়ুন: (স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী, চলছে কেমো! কেমন আছেন এখন, জানালেন সব্যসাচী)
অবিনাশ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। কারণ তাঁর ‘কামব্যাক’ নাচের একটি পারফরমেন্স শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এদিকে এই সময়ই তাঁকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। তিনি জানান, কীভাবে সম্ভাবনা এই গানের জন্য অপেক্ষা করছিল। এই অস্ত্রোপচার সম্পর্কে ভক্তদের অবহিত করে, সম্ভাবনা শেয়ার করেন, ‘আমার একটা অপারেশন করার কথা ছিল যেটা অনেকদিন ধরেই পেন্ডিং ছিল। অবশেষে, আমি এটার অপারেশন করছি এবং এটা খুবই ছোট একটা সার্জারি, সেরকম চিন্তা করার কিছু নেই। আমার জরায়ুতে একটি পলিপ আছে আর বেশ কিছুদিন ধরেই এটা থেকে খুব ব্যাথা হচ্ছে। আমি চেয়েছিলাম এই গানের কাজটা সম্পুর্নভাবে শেষ হোক, কিন্তু হঠাত্ই খুব জরুরী অবস্থার সৃষ্টি হয় আর অপারেশন করার জন্য রাতারাতি সিদ্ধান্ত নিতে হয়।’
আরও পড়ুন: (শাহরুখ-অক্ষয়ের ভাইচারা! মোদী মিলিয়ে দিল খিলাড়ি আর পাঠানকে, ছবি নিয়ে উচ্ছ্বাস)
অবিনাশ মনে করেন, ২০২৪ সাল তাঁদের পরিবারের জন্য বেশ খারাপভাবেই শুরু হয়েছে। আর তাঁদের পরিবার স্বাস্থ্যের বিষয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলেন,‘আমি মনে করি এই ২০২৪ সাল শুধুমাত্র হাসপাতাল এবং সার্জারি দিয়েই ছড়াছড়ি।’ ‘প্রথমে আমাদের পোষা কুকুরের অপারেশন করতে হয়েছিল, তারপর আমার আর এখন সম্ভাবনা। আমাদের সকলের মধ্যে সম্ভাবনার অস্ত্রোপচারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এটি করতে বেশ দেরিই হল। আসলে ডাক্তারও আমাদের বলেছিলেন।’
তিনি আফসোসের সঙ্গে জানান,‘সম্ভবনার অস্ত্রোপচার এমন সময় করতে হলো, যে তিনি নিজের একটি কামব্যাক নাচ দিয়ে যখন ফিরতে চাইলেন তখনই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল।