বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan Case: আরিয়ান মামলার তদন্ত ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আদালতের দ্বারস্থ NCB

Aryan Khan Case: আরিয়ান মামলার তদন্ত ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আদালতের দ্বারস্থ NCB

আরিয়ান মামলার সাক্ষী বেঁকে বসায় অস্বস্তিতে NCB

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ‘তোলাবাজি'র অভিযোগ করেছে আরিয়ান মামলার বয়ান থেকে সরে আসা সাক্ষী। 

রবিবার আরিয়ান খান মামলা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই মাদককাণ্ডের অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তাঁর বয়ান থেকে সরে দাঁড়িয়েছেন। এখানেই শেষ নয় এনসিবির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগও এনেছে সে। ১০ পাতার সাদা কাগজে তাঁকে দিয়ে স্বাক্ষর করিয়েছে এনসিবি, এমনকী আরিয়ান মামলার তদন্তের দায়িত্বে থাকা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ আনা থেকেও পিছপা হয়নি সে। গতকালই এনসিবি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছিল সঠিক সময়ে জবাব দেবে তাঁরা। এবার আইনি পথে হাঁটল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। 

সোমবার মুম্বইয়ের সেশন কোর্টের দ্বারস্থ হলেন এনসিবির মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (NCB)। তদন্তে বাধা তৈরি করা হচ্ছে, তদন্ত বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে- এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়েছে এনসিবি। 

আদালতের কাছে এনসিবির আর্জি, তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা না করা হয়, অন্যদিকে সমীর ওয়াংখেড়ে তাঁর বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত অভিযোগ নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। সমীর ওয়াংখেড়ে ও তাঁর পরিবারের বিরুদ্ধে মহারাষ্ট্রের নেত-মন্ত্রীরা যে ধরণের আক্রমণ শাণাচ্ছেন সেই নিয়ে সরব হন এনসিবি কর্তা। তাঁর প্রশ্ন, ‘আমার পরিবারের বিরুদ্ধে কেন অভিযোগ তোলা হচ্ছে? কারণ আমার পজিশনের জন্য, তাই না? এর মাধ্যমে আমাকে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে, যাতে আমি আদালতে সত্য প্রমাণে ব্যর্থ হই’। সাক্ষীদের কেউ যেন প্রভাবিত করতে না পারে, এই আবেদন আদালতের সামনে রেখেছে এনসিবি। সমীর ওয়াংখেড়ে বলেন, তাঁর বিরুদ্ধে যে কোনও রকমের তদন্তের জন্য তিনি প্রস্তুত। 

রবিবার প্রভাকর সেইল আদালতে এক হলফনামা জমা দিয়ে দাবি করেছে, ২রা অক্টোবরের রাতে আরিয়ানকে এনসিবির দফতরে নিয়ে আসবার পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যেকার কথোপকথন শুনেছিল সে, সেখানে ২৫ কোটি টাকা দাবি করবার কথা বলা হয়েছিল। এবং ১৮ কোটিতে গোটা মামলা রফা করবার কথা পাকা হয়েছিল, যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা হয়েছিল।

আরিয়ানের গ্রেফতারির পর এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ব্যক্তিই কিরণ পি গোসাভি, যিনি এই মাদক মামলার অন্যতম সাক্ষী। যদিও ২০১৮ সাল থেকে পুণের এক জালিয়াতি মামলায় 'পলাতক' গোসাভি। এই গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী প্রভাকর সেইল। ‘এনসিবি আধিকারিকরা আমাকেও মেরে ফেলতে পারে বা গায়েব করে দিতে পারে গোসাভির মতো’, এমনটাও ওই হলফনামায় জানিয়েছে প্রভাকর সেইল।

সোমবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজির হয়েছিল প্রভাকর সেইল। জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ক্রাইম) মিলিন্দ ভারাম্ভের সঙ্গে সাক্ষাত্ করতে পৌঁছেছে সে। নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত প্রভাকর সেইল, সেই কারণেই জয়েন্ট সিপি-র সঙ্গে এই দেখা করতে গিয়েছে সে, খবর পুলিশ সূত্রে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.