সালটা ২০২১, সেবছর মাদক মামলায় আচমকাই শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারির ঘটনায় চমকে গিয়েছিল গোটা দেশ। প্রসঙ্গত, সেই সময় সেই মামলা পরিচালনা করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তবে সেসব তো বহু পুরনো কথা, ফের একবার নতুন করে খবরে সমীর ওয়াংখেড়ে।
আরও একবার শাহরুখ পুত্র আরিয়ান খানকে নতুন করে খোঁচা দিলেন প্রাক্তন NCB আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি থার্টি ফাস্ট নাইটে পার্টি করে বের হওয়ার সময় আরিয়ান খানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে মদ্যপ অবস্থায় টলমল পায়ে বের হতে দেখা গিয়েছিল আরিয়ানকে। সেবিষয়েই সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে সমীরকে প্রশ্ন করা হয়। তার উত্তরেই কায়দা করে শাহরুখ পুত্রের নাম নিয়ে কটাক্ষ করেন তিনি।
ঠিক কী বলেছেন সমীর ওয়াংখেড়ে?
তিনি বলেন, ‘আমি ওই ব্যক্তিকে নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে, যদি আপনি ৩১ নাইটের কথা বলেন, তাহলে বলব আজকের তরুণরা মনে করে নববর্ষের আগের দিনটি নষ্ট হওয়ার জন্য, মাতাল হওয়ার জন্য। নিঃসন্দেহে, মানুষের দিনটি উপভোগ করা উচিত, কিন্তু নিজের শরীরের ক্ষতি না করে।’
এদিকে সম্প্রতি শাহরুখের ধূমপান ছেড়ে দেওয়া পদক্ষেপ মাদক মামলার কারণেই কিনা সেবিষয়ে ওয়াংখেড়েকে প্রশ্ন করা হয়। উত্তরে সমীর বলেন, ‘আমি ‘XYZ ব্যক্তিদের সম্পর্কে মন্তব্য করতে চাই না’। এমনকি তাঁকে প্রশ্ন করা হয়, শোনা যায়, আরিয়ান খানের গ্রেফাতারির খবর যেভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল, তাতেই নাকি বিরক্ত হয়ে কিং খান মিডিয়াকে এড়িয়ে চলছেন। উত্তরে প্রাক্তন NCB কর্তা বলেন, ’উনি কী করছেন না করছেন এবিষয়ে আমার কোনও ধারণা নেই।'
আরও পড়ুন-মায়ের কোলে উঠে দুষ্টুমি, নানান মুখভঙ্গী, 'রাজ'কন্যা ইয়ালিনির কাণ্ডে হাসির রোল নেটপাড়ায়
এখানেই শেষ নয়, আরিয়ান খানের কাছে কোনও মাদক না থাকা সত্ত্বেও কেন তাঁকে গ্রেফতার করেছিলেন? এই প্রশ্ন সমীর ওয়াংখেড়ে বলেন, আমি এই মামলা সম্পর্কে অনুমান করে কিছু বলতে চাই না। তবে, একটা বিষয় মানুষকে বুঝতে হবে যে যখন মাদক তৈরি করা হচ্ছে, তখন সেই মাদকের একজন সরবরাহকারী এবং একজন ভোক্তাও থাকতে পারে। যদি কোনও পুলিশ অফিসার এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত কাউকে ধরে ফেলেন, তাহলে যে ব্যক্তি ভোক্তাকে মাদক সরবরাহ করেছেন তাঁকেও গ্রেপ্তার করা উচিত নয়? অবশ্যই সেসময়, তাঁদের সঙ্গে মাদক থাকবে না, কারণ তাঁরা ইতিমধ্যেই সেটা সংশ্লিষ্ট পক্ষের কাছে মাদক পৌঁছে দিয়েছে।'
এদিকে শাহরুখের কাছে সমীর ওয়াংখেড়ের ঘুষ চাওয়ার খবর সামনে আসতেই তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন এই NCB আধিকারিককে। সেবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ট্রোলিং আমার কাছে বিনোদনের বস্তু, আমি জঙ্গি, বুলেটের মতো অনেক খারাপ জিনিস দেখেছি।’
প্রসঙ্গত, ২০২১ সালে শাহরুখপুত্রকে গ্রেফতার ও সেই মামলা পরিচালনা করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। যদিও পরে সমীর নিজেই ফেঁসে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ, সেই টাকা না দিলে আরিয়ানকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন তিনি। এরপরই এই NCB আধিকরিককে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়। এদিকে অপরাধ প্রমাণ না হওয়ায় ছাড়া পেয়ে যান কিং খান পুত্র আরিয়ান খান।