কিছুদিন আগেই জানা গিয়েছিল যে বৈষ্ণদেবী মন্দিরের কাছে মদ্যপান করেছেন সোশ্যাল মিডিয়া তারকা সমীর সোনি। ইতিমধ্যেই ওরি সহ ৭ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সমীর সোনি।
আরও পড়ুন: 'অন্যের বিছানায় তোমায় শুতে দেখেছি', চাহালের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই গানে গানে এ কী বললেন ধনশ্রী!
কী ঘটেছে?
প্রায় গোটা বলিউড চুপ ওরির এই আচরণ নিয়ে, অথচ এই সোশ্যাল মিডিয়া তারকাকে নিয়ে একাধিক বলি সেলেবের সঙ্গে দেখা যায় হামেশাই। সেখানে দাঁড়িয়ে বাকিরা যেখানে মুখে কুলুপ এঁটে রেখেছেন সেখানে ছোট তথা বলিউডের বড় পর্দা খ্যাত অভিনেতা সমীর সোনি মুখ খুলেছেন। তিনি এদিন রিপাবলিক টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'হয়তো আপাতদৃষ্টিতে এটা মনে হতে পারে যে ও ওখানে মদ খেয়েছে তো কী এমন অপরাধ করেছে? এটা কোনও বড় অপরাধ নয়। কিন্তু ভালো কর বিচার করে দেখলে বোঝা যাবে একাধিক কারণে এটা ভুল। যেখানে মদ্যপান করা বারণ উনি সেখানেই মদ্যপান করেছেন। এটা তো গর্হিত অপরাধ।'
তিনি এদিন আরও বলেন, 'বৈষ্ণদেবীর মতো জায়গায় মদ্যপান করা অত্যন্ত অমানবিকের মতো কাজ কারণ মানুষ ওখানে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে পৌঁছন। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করে উনি ভাবছেন একটা বিশাল কিছু করে ফেলেছেন! আর তারপরও নিজেকে একজন ইনফ্লুয়েন্সার বলে দাবি করছেন!'
যদিও এই ঘটনার পর ওরি কোনও মন্তব্য করেননি। সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে রেখেছেন।
কী ঘটেছে?
বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগে উঠেছে বি-টাউনের ওরি ওরফে ওরহান আওয়াত্রামণি এবং তাঁর আরও ৭ জন সঙ্গীর বিরুদ্ধে। এএনআই জানিয়েছে, পুলিশের মতে, সোশ্যালাইট ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামণি অর্থাৎ ওরি-সহ আরও সাত জনের বিরুদ্ধে কাটরার একটি হোটেলে বসে মদ্যপানের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ মামলা করেছে। টাইমস নাউ-এর খবর অনুযায়ী , অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন রাশিয়ান নাগরিক আনাস্তাসিলা আরজামাস্কিনা, তিনি ওরি এবং তাঁর বন্ধুদের সঙ্গে কাটরায় গিয়েছিলেন। কাটরা থানায় একটি এফআইআর (নং ৭২/২৫) দায়ের করা হয়েছে, যেখানে ওরি, দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং আরজামাস্কিনাকে প্রাথমিক ভাবে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। কাটরায় মদ্যপান নিষিদ্ধ একটি অঞ্চলে ওরি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগে রাজ্য পুলিশ এই এফআইআর দায়ের করেছে।