২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘ফিরকি’ ধারাবাহিক। তৃতীয় লিঙ্গের মানুষের কঠিন বাস্তব জীবন তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে। মাত্র ২২৫ এপিসোডের পর ২০২১ সালে শেষ হয়ে যায় ‘ফিরকি’। ধারাবাহিকের মধ্যে সমাজের প্রতি এক বিশেষ বার্তা দেওয়া হয়েছিল।
এক তৃতীয় লিঙ্গের মায়ের কুড়িয়ে পাওয়া সন্তানের মা হয়ে ওঠার গল্প এগিয়েছিল ‘ফিরকি’র। ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখে সে। ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শক এখনও তাঁকে পর্দার বাইরে ‘ফিরকি’ নামেই চেনে। আরও পড়ুন: উজ্জ্বল হলুদ শাড়িতে অপরূপা পার্নো! প্রশংসায় ভরালেন আবির, শুভশ্রী, ঋত্বিকরা
তবে সম্প্রতি এক ঘোষণা করেছেন সম্প্রীতি। অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকের পাতায় দীর্ঘ পোস্টে জানিয়েছেন, রাসেল গ্রুপ ইউনিভার্সিটি- ইউনিভার্সিটি অফ লিডস-এ ভর্তি হয়েছেন। ২০২২ সালের মরশুমে বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স কোর্সে যোগ দিয়েছেন। যুক্তরাজ্যের সেরা ১০টি বিজনেস স্কুলের মধ্যে লিডস বিজনেস স্কুল অন্যতম। QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ৮৬তম স্থানে রয়েছে এই স্কুল। আরও পড়ুন: রামচন্দ্র রূপে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক
পোস্টে তিনি আরও লেখেন, ‘পেশাদার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করি। ক্যামেরার প্রতি আবেগের জন্য অভিনেত্রী হয়ে ওঠা, এখন একজন ব্যবসায়িক ছাত্রী হিসেবে পড়ার সুযোগ পেয়েছি। এখন পর্যন্ত সেরা যাত্রা।’
অভিনয় ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে বিদেশে পাড়ি দিয়েছেন সম্প্রীতি। জানিয়েছেন তার বহুদিনের স্বপ্ন ছিল মাস্টার্স করার। সেই স্বপ্ন পূরণে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিডস-এ ভর্তি হয়েছেন। অভিনেত্রীর এই পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।
‘ফিরকি’ ছাড়াও কালার্স বাংলার ‘মন মানে না’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সম্প্রীতি। ‘অপরাজিত’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে ছোট পর্দার এই নায়িকার। এবার জীবনের নতুন ধাপে পা রাখছেন তিনি।