দীর্ঘদিন ধরেই সৌরভ-কন্যা লন্ডননিবাসী। উচ্চশিক্ষা শেষ করে সেখানেই চাকরি করছেন। টেমসের তীরেই নিজের ২৩তম জন্মদিনটা সেলিব্রেট করলেন সানা গঙ্গোপাধ্যায়। এই বছর বাবা-মা'কে সঙ্গে নিয়েই কেক কাটল বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের রাজকন্যে।
গত বছর মেয়ের জন্মদিনে পাশে ছিলেন না সৌরভ। তবে এই বছর কোনওভাবেই ৩রা নভেম্বরটা মেয়েকে কাছছাড়া করলেন না মহারাজ। জন্মদিনের দিন কন্য়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সৌরভ। একইসঙ্গে সানার ঘরোয়া জন্মদিনের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন ডোনা।
বাবার কাঁধ ছাড়িয়ে ফেলেছে আগেই। ‘প্রিন্স অফ ক্যালক্যাটা’র প্রিন্সেসের জন্য লিখলেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় সানা, তোমাকে অনেক অনেক ভালোবাসা’। লন্ডনে ইতিমধ্যেই শীত পড়েছে। সানার দেখা মিলল সাদা হাই-নেক সোয়েট শার্ট এবং সাদা জ্যাকেটে, সঙ্গে নীল ডেনিম। মেয়ের সঙ্গে রংমিলান্তি বাবারও। সাদা টিশার্টের উপর সবুজ জ্যাকেটে পাওয়া গেল সৌরভকে।
‘লিটল প্রিন্সেস’-এর সঙ্গে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছ জানান ডোনাও। হালে ‘রেপ-টেপ’ মন্তব্যের জন্য কম কটাক্ষের শিকার হননি সৌরভ ঘরণী। আর জি করের চিকিৎসক খুন ও ধর্ষণের মামলাকে ‘ছুটকো ঘটনা’ বলে বিতর্কে জড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ওদিকে আরজি কর আবহে কলকাতায় এসেছিলেন সানা। সেইসময় কলকাতায় কতটা সুরক্ষিতবোধ করেন তিনি? এই প্রশ্ন শুনের উত্তর দিতে গিয়ে তিনি বলে বসেন- ‘আমি তো কলকাতায় থাকি না…’। ব্যাস, তারকা কন্যাকেও শুনতে হয় কটাক্ষ।
মেয়ের জন্মদিনের ফ্রেমবন্দি মুহূর্ত ডোনা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে সানার বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে দেখা গিয়েছে সৌরভ-ডোনাকেও। বাবা-মা'র খ্যাতি থেকে দূরেই থাকতে চেয়েছেন সানা। সেই কারণেই তাঁর লন্ডনে চাকরি করার সিদ্ধান্ত।
ক্লাস টুয়েলভ অবধি কলকাতাতেই পড়াশোনা করেছেন সৌরভ-কন্যা। লরেটো স্কুল থেকে ১০+২ পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন, UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সানা গঙ্গোপাধ্যায়। এরপর যুক্তরাজ্যের একাধিক নামীদামী কনলাস্টিং ফার্ম যেমন পিডব্লুসি (PWC), ডেলোয়েটে (Deloitte) ইন্টার্নশিপ করেছেন, এরপর আপতত সেখানেই চাকরিরতা।
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভ’-এ চাকরি করেন সানা। আপনি জানলে চমকে যেতে পারেন এখন বার্ষিক সানার আয় কত! ২৪ বছরের সৌরভ কন্যার ‘ইনোভারভ’-এ কনসালটান্ট পদে রয়েছেন। গ্লাসডোরের মতো ওয়েবসাইটের থেকে জানা যায়, বর্তমানে যুক্তরাজ্যে এক কনসালটান্টের বার্ষিক বেতন কমপক্ষে ৪৯,৬৪৭ পাউন্ড। INNOVERV-র ওয়েবসাইটে বলা হয়েছে বাজার দরের চেয়ে বেশি বেতন দেওয়া হয় এই সংস্থার কর্মীদের। সুতরাং সানার বার্ষিক আয় কমপক্ষে প্রায় ৫০ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ টাকা।