পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় গিয়েছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তাঁর স্বামী সইয়াদ আনাস। রবিবার নিজের ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেছেন সানা। মক্কায় অবতরণের পরের ঝলক উঠে এসেছে ওই ভিডিয়োতে।
অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন সানা খান। ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনে ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন প্রাক্তন অভিনেত্রী। হজযাত্রার একাধিক ভিডিয়ো এবং ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, হজ করা তাঁর জীবনের স্বপ্ন ছিল।
আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! শাহিদ, আলিয়া, করিনা থেকে ফারহান… লম্বা তালিকা দিলেন শাবানাও
প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে।
এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন তিনি। উল্লেখ্য, ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সলমন খানের এককালের সহ অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সইয়াদ সানা খান।
তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। সলমন খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ ছবিতেও কাজ করেছেন। বর্তমানে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন এই প্রাক্তন বলিউড অভিনেত্রী।