বাংলা নিউজ > বায়োস্কোপ > Sana Khan: ইসলামের টানে অভিনয় ছাড়েন, সানা বলছেন, ‘অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন!…’

Sana Khan: ইসলামের টানে অভিনয় ছাড়েন, সানা বলছেন, ‘অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন!…’

সানা খান

সানা খান বলেছেন যে তিনি অবাক হন যে স্বামীরা যখন তাদের স্ত্রীরা খোলামেলা পোশাক পরে বাড়ির বাইরে পা রাখেন তখন 'গর্বিত' বোধ করেন তাদের কী দোষ রয়েছে।

একসময় বিনোদন দুনিয়ার বেশ পরিচিত নাম ছিলেন। প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন Bigg Boss-6এর মতো শোয়ে। একসময় বহু খোলামেলা পোশাকেই দেখা যেত সানাকে। তবে সেই সানা খানই একদিন অনেককে অবাক করে ধর্মের টানে বিনোদন দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন। পরে মৌলানা মুফতি আনাস সইদকে বিয়ে করেন সানা। বর্তমানে তাঁদের এক সন্তানও রয়েছে।

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট 'কিসিন বাতায়া নেহি'র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। যেখানে তিনি সাধারণ সালোয়ার কামিজ পরা মেয়ে থেকে একদিন তাঁর পিঠখোলা পোশাক পরা অভিনেত্রীতে রূপান্তরিত হওয়ার বিষয়ে কথা বলেন সানা। এমনকী যে সমস্ত স্বামীরা তাঁদের 'হট' বউদের নিয়ে 'গর্বিত', তাঁদেরকেও কটাক্ষ করতে ছাড়েননি সানা খান।

ঠিক কী বলেছেন সানা খান?

সানা হিন্দিতে বলেন, ‘হর ইনসান কো আচ্ছা লাগতা হ্যায় কি উস্কি বিবি বিনয়ী রহে, হ্যায়না? কই বার ম্যায় অ্যায়সে মর্দো কো দেখতি হুঁ তো মুঝে আজিব লাগতা হ্যায় কি তুম ক্যায়সে আপনি বিবি কো অ্যায়সে চুন্টু-মুন্টু কাপড়ে পেহেনা কর বাহার লেকে চলে যেতে হো? আবার আপনি এটা নিয়ে গর্ব বোধ করেন বলেন আমার বউকে খুব হট লাগছে! অন্য ছেলেরাও তো ছোট কাপড়ে দেখা আপনার স্ত্রীতে হট-ই বলছেন।’

অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রত্যেক পুরুষই চায় তাঁর স্ত্রী শালীন পোশাক পরুক। কিন্তু যখন দেখি যে পুরুষরা তাঁদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? 

'আপনি জানেন যে তিনি আপনার মহিলা,'

সানার প্রশ্ন, ‘আমি অবাক হই পুরুষরা নিজের স্ত্রীকে এভাবে দেখে কীভাবে গর্বিত হতে পারে? তাঁদের আত্মসম্মানবোধ থাকা উচিত। আপনি তো জানেন, যে তিনি আপনার স্ত্রী।’ সানা আরও বলেন, ‘আপনারা জানেন ২০১৯-এ এসে আমি যখন ঠিক করলাম যে এই সবকিছুকে আমি বিদায় জানাব। সেই সময় আমিও কিছু খারাপ কাজ করছিলাম, সোশ্যাল মিডিয়ার দিক থেকে। আমি জানতাম, সোশ্যাল মিডিয়ায় লোকজন আমায় যেভাবে দেখছে, বাস্তবে আমি তেমন মানুষ নই। আমি নির্দিষ্ট ধরণের পোশাক পরতাম এবং নাচতাম। আমার মনে হয় আমি যুবকদের বিভ্রান্ত করছি।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২০র অক্টোবরে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পন করতে চান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী, মৌলানা মুফতি আনস সইদ-এর সঙ্গে নিকাহ সারেন সলমন খানের এককালের সহ অভিনেত্রী। যিনি আবার বিগ বস প্রতিযোগীও ছিলেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়াদ সানা খান।

২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখেন তারিক জামিল। সানার ছেলের সেই নাম নিয়েও কিছু কম বিতর্ক হয়নি। অনেকেই দাবি করেন, সানা ও আনাস সইয়াদের ছেলের নামের সঙ্গে মিল রয়েছেন পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জামিলের। তার উপর জন্মের প্রথম দিন থেকেই ছেলেকে কোরানের আয়াত শোনাতেও শুরু করেন সানা খান ও তাঁর স্বামী। তাঁর স্বামীর মতো, তাঁদের সন্তানও যাতে ধর্মের পথে থাকে সেদিকে কড়া নজর ছিল প্রাক্তন অভিনেত্রীর। এবিষয়টি নিয়েও নেটপাড়ায় কিছু কম চর্চা হয়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.