বাংলা নিউজ >
বায়োস্কোপ >
ভূ-স্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমায় মজে সানা খান-মুফতি অনাস, রইল প্রেমেমাখা ছবি
ভূ-স্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমায় মজে সানা খান-মুফতি অনাস, রইল প্রেমেমাখা ছবি
Updated: 12 Dec 2020, 07:58 PM IST
লেখক Priyanka Bose
স্বামীর সঙ্গে গুলমার্গে বরফ খেলায় মত্ত সানা খান। করলেন একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট।
1/8ভূ-স্বর্গ কাশ্মীরে স্বামী মুফতি অনসের সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন সানা খান। একের পর এক ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে প্রাক্তন অভিনেত্রীকে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8স্বামী মুফতি অনাসের সঙ্গে একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় তাঁকে। গুলমার্গ যাওয়ার পথে ইস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় সানা খানকে। সেখানের অপরূপ সৌন্দর্যের ভিডিয়ো পোস্ট করেন তিনি। ছবি-ইনস্টাগ্রাম
3/8গুলমার্গের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ছবি শোয়ার করতে দেখা যায় সানাকে। সেখানে ঠান্ডায় জমে গিয়েছেন সানা এমনটাই বলতে শোনা যায় প্রাক্তন অভিনেত্রীকে। ছবি-ইনস্টাগ্রাম
4/8মধুচন্দ্রিমায় গিয়ে ভূ-স্বর্গের আবহাওয়াকে দারুণ উপভোগ করছেন অভিনেত্রী তা ছবিতে স্পষ্ট। ছবি পোস্ট করতেই তাঁর অনুরাগীদের কমেন্টের বন্যা উপছে পড়ছে কমেন্ট সেকশনে। ছবি-ইনস্টাগ্রাম
5/8প্রসঙ্গত, অক্টোবর মাসে সানা খান সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছিলেন ‘আল্লাহর দেখানো পথে হেঁটে মানুষের সেবা করতে চান’, তাই বলিউড বা বিনোদন জগতের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। এরপরই তাঁর বিয়ের ছবি পোস্ট করেছিলেন সানা। ছবি-ইনস্টাগ্রাম
6/8গুজরাতের মুফতি আনাসের সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের পর নানা ছবি পোস্ট করে রীতিমতো চর্চায় রয়েছেন সানা খান। ছবি-ইনস্টাগ্রাম
7/8মধুচন্দ্রিমায় গিয়েও স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে কোভিড টেস্ট করাতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো নিজের ইনস্টায় পোস্ট করেছেন সানা খান। ছবি-ইনস্টাগ্রাম
8/8সানা খান এবং মুফতি অনাসকে কাশ্মীরে বরফ খেলায় মত্ত থাকতে দেখা গিয়েছে। একের পর এক ছবি ভিডিয়ো পোস্ট করে কেমন কাটছে তাঁর কাশ্মীর ট্যুর, তা জানাতে দেখা গিয়েছে সানা খানকে। ছবি-ইনস্টাগ্রাম
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.