সদ্যই শেষ হল বিগ বস OTT ৩। আর সবাইকে চমকে দিয়ে এবারের বিজয়ী হলেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সানা মকবুল। গত শুক্রবার, ২ অগস্ট সম্প্রচারিত হোক এবারের বিগ বস OTT ৩ এর ফাইনাল। আর এই খেতাব জয়ের পরই কী জানালেন সানা?
আরও পড়ুন: 'সন্তান - মা - স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই...' কাঁদতে কাঁদতে রণবীরকে কেন এমনটা বলেছিলেন আমির?
কী জানিয়েছেন সানা?
স্ট্র্যাটেজি মেনে গেম খেলে এবারের বিগ বস OTT ৩ এর বিজয়ী হলেন সানা মকবুল। তিনি এদিন পুরস্কার স্বরূপ ট্রফি এবং ২৫ লাখ টাকা উপহার পেয়েছেন। এরপর তিনি ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিগ বস হাউজে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেছেন, 'বিগ বস হাউজ আমার কাছে একটি মিক্সড ইমোশনের মতো।' তারপর জানান এখানে তিনি কোন কোন জিনিসের সম্মুখীন হয়েছেন, বন্ধুদের কোন আচরণে কষ্ট পেয়েছেন সেই সমস্ত কথা।
এরপর সানা জানান, 'প্রথম দুই সপ্তাহ সব ভালো লাগছিল। কিন্তু যত খেলা এগোতে থাকল জিনিস বদলাতে শুরু করল। মানুষও বদলাতে থাকল। যাঁরা একসঙ্গে বসত তাঁরা তোমার নামে উল্টোপাল্টা বলতো। আর যাঁরা একসঙ্গে বসত না তাঁরা পিঠ পিছে উল্টোপাল্টা কথা বলতো। আর একটা সময় এমন এল যখন আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। বন্ধুরা বদলে গেল। যাঁরা আমার পাশে ছিল, আমায় আগলে রাখত, বুঝত তাঁরা কেউ ছিল না।'
সানা জানান এটাই তাঁর কাছে একটা জেদের মতো কাজ করে। এবং তিনি হাল না ছাড়ার প্রতিজ্ঞা করেন। খেলায় মন দেন। তিনি পরিশেষে গর্ব করে জানান, 'আমি এখানে খেলতে এসেছিলাম। জিততে এসেছিলাম। জিতলাম। সবাইকে ধন্যবাদ আমায় সমর্থন করার জন্য। আমি এখানে একগুঁয়ে সানা হিসেবে এসেছিলাম। যাচ্ছি একগুঁয়ে বিজয়ী সানা হয়ে।'
ফাইনালে সানা মুখোমুখি হয়েছিলেন রণবীর শোরে, কৃতিকা মালিক, সাই কেতন রাও, নেজি, প্রমুখের সঙ্গে। তাঁদের হারিয়েই তিনি বিজয়ী হন।