ভালোবাসার ঋতুতে, প্রেমের সপ্তাহে আবারও মুক্তি পেয়েছে সনম তেরি কসম। আর মাত্র দুদিনেই এই ছবিটি তার আসল যে বক্স অফিস কালেকশন অর্থাৎ প্রথমবার মুক্তি পাওয়ার পর যত টাকার ব্যবসা করেছিল সেটাকে ছাপিয়ে গেল। এমনকি টপকে গেল লাভিয়াপ্পা-ব্যাডঅ্যাস রবিকুমারকেও।
আরও পড়ুন: গৌতম আদানির ছেলেরও প্রোফাইল ছিল শাদি ডট কমে! জিতের বিয়েতে অদ্ভুত উপহার ম্যাট্রিমনি সাইটের CEO-র
কত টাকা আয় করল সনম তেরি কসম?
সনম তেরি কসম ছবিটি গত ৭ ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পেয়েছে বড় পর্দায়। আর আবারও বড় পর্দায় এই মিষ্টি প্রেমের ম্যাজিক ছেয়ে যেতেই হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে শুক্রবার ছবিটি বক্স অফিসে ৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। এই ছবিটি প্রথম যখন মুক্তি পায় সেই সময় প্রথমদিন যত আয় করেছিল তার থেকে প্রায় তিন গুণ এই সংখ্যাটা।
দ্বিতীয় দিনে সনম তেরি কসম ছবিটির খাতায় যোগ হয়েছে আরও ৫ কোটি ২৫ লাখ টাকা। ফলে রিরিলিজ করতেই এই ছবির বক্স অফিস কালেকশনে নতুন করে যোগ হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। ফলে মাত্র ২ দিনে এটি তার আসল বক্স অফিস কালেকশনকে টপকে গেল।শুধু নিজের আসল বক্স অফিস কালেকশনকে টপকে যাওয়া নয় এই ছবিটি নতুন, থুড়ি সদ্য মুক্তি পাওয়া দুই ছবি লাভিয়াপ্পা এবং ব্যাডঅ্যাস রবিকুমারকেও টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে। লাভিয়াপ্পা দুইদিনে আয় করেছে ২ কোটি ৩৫ লাখ টাকার। অন্যদিকে ব্যাডঅ্যাস রবিকুমার আয় করেছে ৩ কোটি ১৫ লাখ টাকার।
ছবি ভালো সাড়া পেতেই প্রতিক্রিয়া দিলেন হর্ষবর্ধন
বক্স অফিসে আবারও মুক্তি পাওয়ার পর ভালো সাড়া পেতেই এই ছবির অভিনেতা হর্ষবর্ধন রানে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রি প্রেস জার্নালকে। তাঁর কথায়, 'এটা একটা অদ্ভুত ভালো লাগা। এটা আমায় আবার বিশ্ব করাল ওম শান্তি ওম ছবিতে শাহরুখ স্যারের বলা সেই কথা যখন সব ঠিক হয় তখন সেটা শেষ নয়। ছবি এখনও বাকি আছে বন্ধু। আমি সেই অনুভূতি ৯ বছর চেষ্টা, ব্যর্থতা, আবার চেষ্টা করার পর বুঝতে পারছি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই রোম্যান্টিক ড্রামা। রাধিকা রাও এবং বিনয় সাপ্রু পরিচালিত ছবিটি প্রথমে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেয়। এটি ১৪ কোটির বাজেটে বানানো হয়। আর মুক্তি পাওয়ার পর মাত্র ৯ কোটি ১০ লাখের ব্যবসা করেন। এখন যদিও সেটা দ্বিগুণ হল। এই ছবিতে হর্ষবর্ধন ছাড়াও আছেন মাওরা হোকনে।