কিছুদিন আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসব ফিরতে বলেছিলেন তখন শিল্পী, টলিউড অভিনেতা, অভিনেত্রী সহ সমাজের একটি বৃহৎ অংশ জানিয়েছিল তাঁরা উৎসবে ফিরবেন না। আর সেই তালিকায় নাম ছিল শিল্পী সনাতন দিন্দারও। কিন্তু এদিন তাঁকে বাঘাযতীন এলাকার এক মণ্ডপের উদ্বোধনে দেখা যেতেই উসকে গেল বিতর্ক। সাফাই হিসেবে কী জানালেন?
আরও পড়ুন: বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক অগ্নিহোত্রী
উৎসবে ফেরা নিয়ে কী জানালেন সনাতন দিন্দা?
এই বিষয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন, তিনি পাড়ার ছেলে হিসেবেই বাঘাযতীন এলাকার সেই পুজোতে হাজির ছিলেন। সনাতন দিন্দার কথায়, 'আমাদের এলাকার ছেলেপুলেরা আমায় আর লগ্নজিতাকে অনুরোধ করেছিল পুজোর উদ্বোধন করার জন্য। পাড়ার ছেলেরা অল্প বাজেটে পুজোটা করছে। তাই আমিও গিয়ে তাতে হাত লাগিয়েছি। প্রতিমা বানিয়েছি। প্রতিমার কাজ করছিলাম বলেই সেদিন ওখানে ছিলাম। তখন স্টেজে ডাকা হয় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।'
একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে দেখা যাওয়ার প্রসঙ্গে সনাতন দিন্দা বলেন, 'উনি এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। উনি কোথায় যাবেন, জুই করবেন সেটা ওঁর ব্যক্তিগত বিষয়। আমায় ডাকা হয়েছিল। একজন শিল্পী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম।'
প্রসঙ্গত সনাতন দিন্দা আরজি কর ঘটনার বিরোধিতা করে তিনি রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ত্যাগ করেছেন। কেবল সনাতন দিন্দা নন, দেখা গেল, বাস্তবে যাঁরা উৎসবে ফিরবেন না বলেছিলেন তাঁদের অনেকে ইতোমধ্যেই উৎসবের আমেজ ফিরে গেছেন।
আরও পড়ুন: উৎসবে 'না', এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই! কিরণকে তুলোধোনা তৃণমূল ছাত্র নেত্রীর