বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandeep Khosla birthday bash: সন্দীপ খোসলার জন্মদিনে হাজির কারা? নীতু কাপুর থেকে সুজান, টাবুর ছবি দেখে নিন

Sandeep Khosla birthday bash: সন্দীপ খোসলার জন্মদিনে হাজির কারা? নীতু কাপুর থেকে সুজান, টাবুর ছবি দেখে নিন

নীতু কাপুর এবং অভিষেক বচ্চন মুম্বইয়ের পার্টিতে 

Sandeep Khosla birthday bash: সন্দীপ খোসলার জন্মদিন পার্টিতে চাঁদের হাট। হাজির অভিষেক বচ্চন, অনিল কাপুর, নীতু কাপুর, সুজান খান, আরসালান গোনি, স্বরা ভাস্কর, সোনালি বেন্দ্রে এবং আরও অনেক সেলিব্রিটি-

ফ্য়াশন ডিজাইনার সন্দীপ খোসলার জন্মদিন পার্টিতে চাঁদের হাট। ফ্যাশন ডিজাইনার, যিনি ডিজাইনার জুটি আবু জানি-সন্দীপ খোসলার অর্ধেক মালিকানায়, মুম্বইয়ে তাঁর জন্মদিন পার্টিতে গভীর রাতে উপস্থিত হন অনেক বলিউড তারকা। অনিল কাপুর, নীতু কাপুর, অভিষেক বচ্চন এবং নভ্যা নাভেলি নন্দাকে তাঁদের নিজেদের গাড়ি করে পার্টিতে প্রবেশ করতে দেখা গিয়েছে।

নবদম্পতি স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ একসঙ্গে পার্টিতে এসেছিলেন। অভিনেতা অনিল কাপুরও তাঁর স্ত্রী সুনিতা কাপুরের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন। অভিনেতা টাবুর পাশাপাশি নভ্যা এবং তাঁর মা শ্বেতা বচ্চনকেও দেখা গিয়েছে। ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান এবং অভিনেতা-বয়ফ্রেন্ড আরসালান গোনিও জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিনেতা সোনালি বেন্দ্রে প্রযোজক-স্বামী গোল্ডি বহলের পাশাপাশি অভিনেতা চাঙ্কি পান্ডেও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেউ ছিলেন পুলিশে, কেউ ব্যাঙ্কে! পুরনো কাজকে গুডবাই জানিয়ে অভিনয়ে আসেন এই তারকারা

সন্দীপ খোসলার জন্মদিনের অনুষ্ঠানে নীতু কাপুর কালো প্রিন্টেড পোশাকে হাজির হন। অনিল কাপুর এবং সুনিতা কাপুরও জন্মদিন পার্টিতে কালো পোশাক পরেছিলেন। আরও পড়ুন: বরেরা সুপারস্টার খেলোয়াড়, বউরাও রূপে-গুণে কম নন! জানুন ৩ তারকার স্ত্রীদের কথা

এ দিন সন্দীপকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কেউ কেউ। ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' ভাবনা পান্ডে তাদের পুরানো ছবি শেয়ার করেছেন। প্রযোজক-স্টাইলিস রিয়া কাপুর আবু জানির সঙ্গে সন্দীপের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আবু জানি-সন্দীপ খোসলা বছরের পর বছর ধরে দীপিকা পাড়ুকোন এবং সোনম কাপুর থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, জয়া বচ্চন, টুইঙ্কল খান্না, অমৃতা সিং এবং জাহ্নবী কাপুর পর্যন্ত বলিউডের নানান তারকাদের পোশাক ডিজাইন করছেন।

বন্ধ করুন