বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal Park: একটা নয়, আরও দুটো ভাগ আসবে অ্যানিম্যালের! পরিচালকের কথায় 'অ্যানিম্যাল পার্কে একটা নয়, একসঙ্গে...'

Animal Park: একটা নয়, আরও দুটো ভাগ আসবে অ্যানিম্যালের! পরিচালকের কথায় 'অ্যানিম্যাল পার্কে একটা নয়, একসঙ্গে...'

কবে থেকে শুরু হচ্ছে অ্যানিম্যাল পার্কের শুটিং?

Animal Park: অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর এখন কম বেশি সকলেই জেনে গিয়েছে যে এবার অ্যানিম্যাল পার্ক আসছে। সেটা আরও বেশি হিংস্র হবে বলেও জানা গিয়েছে। কিন্তু সেই ছবির নেপথ্যে পরিচালকের কোন ভাবনা আছে?

অ্যানিম্যাল গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের নজর কেড়েছে। ভালো মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে যে পরিচালক অ্যানিম্যাল বানিয়ে মোটেই ক্ষান্ত হচ্ছেন না। তিনি আনতে চলেছেন অ্যানিম্যাল পার্ক। এই ছবির মোট তিনটি ভাগ আসছে বলেই জানা গিয়েছে। কিন্তু কোন ভাবনা থেকে তিনি এই ট্রিলজি করার কথা ভাবছেন? কবে থেকেই বা তিনি অ্যানিম্যাল পার্কের শুটিং শুরু করবেন?

অ্যানিম্যাল পার্ক প্রসঙ্গে কী জানালেন সন্দীপ রেড্ডি ভাঙা?

কবীর সিং হোক বা অ্যানিম্যাল, একটু অন্যধারার ছবি দিয়ে বারবার নজর কেড়েছেন সন্দীপ রেড্ডি ভাঙা। সম্প্রতি তিনি গালাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কোথা থেকে আদতে এই অ্যানিম্যাল পার্কের ভাবনাটা পেয়েছেন। তিনি কথায় কথায় আরও জানান তিনি এই ছবির ট্রিলজি আনতে চান। তাঁর ভাবনায় এই ছবির দ্বিতীয় এবং তৃতীয় অংশের গল্প বলবেন একজন বয়স্ক মানুষ যিনি টাকা নিয়ে মজা করেন। সেই ছবিটি শুরু হবে হাসি মজা দিয়ে।

আরও পড়ুন: বলিউডের নিজের লোক করণের সামনেও মুখ খুলতে নারাজ সেলেবরা, আরেকটু হলেই ফায়ার হয়ে যাচ্ছিল র‍্যাপিড ফায়ার

আরও পড়ুন: নতুন মেগা 'কথা' হিট করলেই সাহেব ভক্তদের দেবেন উপহার! সুস্মিতাকে পাশে নিয়ে বললেন, 'সবাইকে ডেকে নিজের...'

কিন্তু কবে থেকে শুরু হবে এই ছবির শুটিং? এই বিষয়ে সন্দীপ জানিয়েছেন তাঁর আগামী ছবি স্পিরিটের কাজ শুরু হবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন প্রভাস। তারপর তিনি অ্যানিম্যাল পার্কের কাজ শুরু করবেন। তিনি জানান তিনি তাঁর প্রজেক্ট নিজেই লেখেন।

কিন্তু হঠাৎ অ্যানিম্যাল পার্ক কেন? এই বিষয়ে ব্যাখ্যা পরিচালক জানান সেই ছবিতে একটা নয়, অনেকগুলো অ্যানিম্যাল থাকবে তাই সেটা অ্যানিম্যাল পার্ক। মহাভারতে যেমন ভাইদের মধ্যে যুদ্ধ দেখানো হয়েছে তেমনটাই এখানে দেখানো হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত ‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের ‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.