বাংলা নিউজ > বায়োস্কোপ > Naseeruddin Shah-Sandhya Mridul : বর্ষীয়ান নাসিরুদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য! কতটা স্বচ্ছন্দ ছিলেন? সন্ধ্যা বলেন…

Naseeruddin Shah-Sandhya Mridul : বর্ষীয়ান নাসিরুদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য! কতটা স্বচ্ছন্দ ছিলেন? সন্ধ্যা বলেন…

যোধা-আকবর

সন্ধ্যা বলেন, আমি যখন নাসির স্যারের সামনে যেতাম, তখন উনি রসিকতা করে বলতেন, ‘ওহ মাই গড! এই মেয়েটিকে দেখে তো অনেক অল্পবয়য়ী মনে হচ্ছে। অনেক ছোট, সন্ধ্যা মৃদুল তোমার কি কখনো বয়স বাড়ে না? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! এই মেয়ের সঙ্গে আমার খুব বেশি রোমান্টিক দৃশ্য নেই।’ 

মুঘল সম্রাট আকবরের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ। তাঁর বিপরীতে যোধা বাই-এর ভূমিকায় ধরা দিচ্ছেন সন্ধ্যা মৃদুল। সৌজন্যে, Zee5-এর ওয়েব সিরিজ ডিভাইডেড বাই ব্লাড। সিরিজে আকবর-যোধা স্বামী-স্ত্রী হলেও বাস্তবে কিন্তু নাসিরুদ্দিন শাহর থেকে সন্ধ্যা মৃদুল প্রায় ২৫ বছরের ছোট। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর বয়স যেখানে ৭২-এ গিয়ে ঠেকেছে, সেখানে সন্ধ্যা মৃদুল ৪৭ বছরের একজন মহিলা। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর স্ত্রী হয়ে অভিনয় করতে কতটা স্বচ্ছন্দ্য ছিলেন সন্ধ্যা? সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।

আকবর ও যোধার সম্পর্ক নিয়ে সন্ধ্যা বলেন, ‘আকবর ও যোধার একটি সুন্দর বন্ধুত্ব রয়েছে, তাঁদের দুজনের মধ্যে উষ্ণতা রয়েছে। আকবরের যেমন যোধাকে ভালোবাসে, তেমনই ওরা আবার বন্ধুও। আকবর যোধার কাছ থেকে অনেক বিষয়েই কিছু পরামর্শ চান। ওদের সম্পর্কের মধ্যে কামুকতা আছে আবার স্নেহও রয়েছে। আমি বলতে পারি, দর্শকরা ওদের মধ্যে সম্পর্কের একটি খুব সুন্দর সমীকরণ দেখতে পাবেন। নাসির স্যারের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি, আমি স্বচ্ছন্দ্যে কাজ করেছি।’

সন্ধ্যা বলেন, 'আমি যখন নাসির স্যারের সামনে যেতাম, তখন উনি রসিকতা করে বলতেন, ওহ মাই গড! এই মেয়েটিকে দেখে তো অনেক অল্পবয়য়ী মনে হচ্ছে। অনেক ছোট, সন্ধ্যা মৃদুল তোমার কি কখনো বয়স বাড়ে না? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! এই মেয়ের সঙ্গে আমার খুব বেশি রোমান্টিক দৃশ্য নেই। উনি আমাকেপছন্দ করতেন কিন্তু সবসময় রসিকতা করতেন। নাসির স্যারের রসবোধ দুর্দান্ত এবং আমিও মজা করতাম। তাই দৃশ্যের সময় কিছুটা অস্বস্তি থাকলেও ওর রসিকতায় সেটা কেটে যেত। মজা করে নাসির স্যার বলতেন, ওর চুল সাদা রঙ করা উচিত ছিল, নাহলে ওকে দেখা মনে হচ্ছে আমাপ মেয়ের ভূমিকায় অভিনয় করলে ভালো হত। ওঁর এমন কথায় আমরা সবাই হাসতাম। তাই কোনও অস্বস্তি ছিল না। উনি সহ-অভিনেতা যাতে স্বচ্ছন্দ বোধ করেন, সেই পরিস্থিতি তৈরি করে দিতেন।

এর আগে সন্ধ্যা মৃদুকে আলি আব্বাস জাফরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এ দেখা গিয়েছিলJ যেখানে সাইফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনয় করেন।

Taj: Divided by Blood সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আকবর এবং মুঘল সিংহাসনের জন্য আকবরের সন্তানদের রক্তাক্ত যুদ্ধকে ঘিরে ওয়েবসিরিজটি আবর্তিত হবে। এটি একটি ১০ পার্টে দেখানো হবে। ৩ মার্চ থেকে ZEE5 সম্প্রচারিত হবে এই ওয়েব সিরিজ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল প্রতিপদ থেকেই পুজোর রীতি, এই রাজবাড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকার বন্দোবস্ত 'দুজনেই খুব লাজুক তাই…' প্রেমিকের সঙ্গে প্রথম পুজো, কী প্ল্যান করলেন দিতিপ্রিয়া 'আমার মা ভারতেই আছেন...', গুজব উড়িয়ে দাবি হাসিনার ছেলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.