গত সপ্তাহেই মারা গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কিংবদন্তি গায়িকার চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারাক্রান্ত মনে সেই সময় জানিয়েছিলেন, ‘অগ্রজা’কে হারিয়েছেন তিনি।
সাংবাদিকদের সাক্ষাৎকারে বলা মমতার একটা কথা অবশ্য নিমেষে ভাইরাল হয়। তিনি সেই সময় জানিয়েছিলেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে এত ভাল গান করতেন। আর এদিকে আমাকে বলতেন, মমতা একটা গান শোনাও না। আমি বলতাম, আপনি আমাকে বলছেন! আপনি নিজে সঙ্গীত বিশারদ। তাও গাইতে বলতেন। তাই আমাকে কতবার সন্ধ্যাদিকে গান গেয়ে শোনাতে হয়েছে।’
আর একথা নিয়ে কম ট্রোলিং হয়নি। সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তা বিশ্বাসযোগ্য ছেকেনি অনেকেরই। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়কে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীর একটা অংশ তিনি শেয়ার করেছেন।
যেখানে সন্ধ্যা লিখেছেন, মমতার কাছ থেকে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ শুনে তিনি কতটা অবাক হয়ে গিয়েছিলেন। সুরেলা গলার প্রশংসা করে প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘তুমি গান শিখতে?’ সন্ধ্যাকে লিখতে দেখা গেল, জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি নিজে থেকে শুনতে চান সেই ‘প্রাণ ভরিয়ে’ গানটা। কিন্তু মিটিংয়ে থাকায় তা তখন সম্ভব হয়নি মাননীয়ার পক্ষে। তাই কথা দিয়েছিলেন বাড়ি এসে গান শোনাবেন।
সুদীপা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘এই পৃষ্ঠাটা দেখে চমকে উঠলাম, সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হল। কোনো মন্তব্য করতে চাই না আমি এই ব্যাপারে, ওঁর মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্বের লেখা নিয়ে মন্তব্য করার যোগ্যতাও আমার নেই। তবে এটুকুই বলার, আমরা না জেনে কতো কিছুকে ‘ডাঁহা মিথ্যে, এ হতেই পারে না’ ভেবে কতরকম মন্তব্যই না করি, হাসাহাসি করি।’’