সন্দীপ চক্রবর্তী সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে হস্তমৈথুন নিয়ে কথা বলেন। কিন্তু যেভাবে বিষয়টাকে এবং প্রাণ সঞ্চারের পদ্ধতিকে বিশ্লেষণ করেছেন তাতে ট্রোলের শিকার হতে হল হত্যাপুরী খ্যাত অভিনেতা। কিন্তু ঠিক কী বলেছেন অভিনেতা?
কী বলেছেন সন্দীপ চক্রবর্তী?
সম্প্রতি সিধু এসেছিলেন সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে। সেখানেই সন্দীপ চক্রবর্তী বলেন, 'আমাদের যে সিমেন মানে বীর্য সেটা কিন্তু পুষ্টিতে পরিপূর্ণ ঘন একটা জিনিস। এটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। বীর্য একটা আস্ত প্রাণ তৈরি করে। বীর্য যে পুষ্টিগুণে পরিপূর্ণ বা ঘন সেটা নয়, এর একটা নিজস্ব বুদ্ধিমত্তা আছে। এটা গ্রুপ অব সেলস অর্থে জরায়ুর সঙ্গে মিশে ধীরে ধীরে একটা তিল থেকে মানুষরূপী তাল তৈরি করে।'
তিনি এদিন আরও বলেন, 'অঙ্গ, প্রত্যঙ্গ, হরমোনাল সিস্টেম, ইমিউন সিস্টেম সবটাই তৈরি হচ্ছে ওই একটা স্পার্ম (শুক্রাণু) থেকে। আমাদের রক্ত, বোন ম্যারো, এটা ওটা থেকে সেটা তৈরি হয়। আর সেই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। কিন্তু এটা কি তুই শুধু বিনোদনের জন্য ওয়েস্ট করবি?' সন্দীপের এই কথা যে বীর্য জরায়ুর সঙ্গে মিশে প্রাণ শুনে হেসে ফেলেন নেটনাগরিকরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'আপনি বোধহয় ডাক্তার নন, বায়োলজিস্টও নন (প্রফেশনালি)। বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান অর্জন অবশ্যই করে থাকতে পারেন, তবুও সেই জ্ঞানের ভীত শক্ত নয়। স্পার্ম থেকে ওভামে (ovum) শুধুমাত্র DNA ট্রান্সফার হয়। (জানি ট্রান্সফার শব্দটা unscientific)। Fertilization এর পর থেকে সব কাজই ওভামের। তাই ওভাম ভীষণই গুরুত্বপূর্ণ (কে বেশী শক্তিশালী বিচার করতে বসলে তো ওভামকেই এগিয়ে রাখতে হবে!) হস্তমৈথুন শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। প্রচুর রিসার্চ আর্টিকেল তো আছেই। বিশদে সহজ ভাবে জানতে চাইলে কোনও ডাক্তারের পডকাস্ট বা ভিডিও দেখে নিতে পারেন। হস্তমৈথুন করলে স্পার্ম 'waste' হয় না।'
আরও পড়ুন: ফেডারেশনের রক্ত চক্ষুর সামনে কৌশিক-জয়দীপ! শ্যুটিংয়ের অনুমতি পেলেন অরিন্দম?
কেউ আবার লেখেন, 'তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর কাজ কি? অভিনয় করা?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'লজ্জা লাগছে এঁর বক্তব্য শুনে। কি অবলীলায় ভুল ভাল কথা মিডিয়ার সামনে বলে যাচ্ছেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ক্লাস ৯ এর পড়া দিয়ে যখন কেউ ডাক্তার সাজতে চায়।'