রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দুই নায়িকারই প্রেমের গুঞ্জন রটেছিল। কথা হচ্ছে সন্দীপ্তা সেন আর রুকমা রায়ের ব্যাপারে। বর্তমানে এক ভিডিয়োতে পাশাপাশি বসে থাকতে দেখা গেল তাঁদের দুজনকে। ওমা রুকমার কথা শুনে সন্দীপ্তা তো আবার বলেও বসলেন, ‘কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখুন…’!
ভাবছেন কী কেস? ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। দেখা গেল পাশাপাশি বসে রুকমা আর সন্দীপ্তা। কথা হচ্ছে, সামাজিক মাধ্যমে থাকা ফেক প্রোফাইল নিয়ে। রুকমা জানান তাঁর নামে যে ফেক প্রোফাইলটি রয়েছে, সেখানে কয়েক লাখ ফলোয়ার্স। আর অন্য দিকে, তাঁর নিজস্ব প্রোফাইলে ফয়োয়ার্স মাত্র কয়েক হাজার। কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি, কী করে এই সমস্যা থেকে বেরোবেন।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির বন্ধুরা ফোন করে…’ মিশমির সঙ্গে প্রেম-গুজবে স্পষ্ট জবাব রণজয়ের
আর এতেই সন্দীপ্তা পাশ থেকে বলে ওঠেন, ‘কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখুন…’। আর তাতে রুকমা জুড়লেন, ‘হ্যাঁ সোনা কিনতে গিয়ে, সিটি গোল্ড কিনে বসবেন না যেন’। বর্তমানে একসঙ্গে কাজ করছেন তাঁরা নষ্টনীড় ২-তে।
আরও পড়ুন: স্বয়ম্ভু ‘সৌম্যদীপ’-এর সঙ্গে প্রেমের জল্পনা! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা বলে বসলেন, ‘যদি একটা চুমু…’
একসময় রাহুল-প্রিয়াঙ্কার দাম্পত্য ভাঙার জন্য সন্দীপ্তার দিকে আঙুল ওঠেছিল। শুধু অনস্ক্রিন জুটিই ছিলেন না তাঁরা, অফ স্ক্রিনেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের। একসঙ্গে বহুবার ঘুরতেও গিয়েছেন। তবে বর্তমানে সে সমীকরণ বদলেছে। এমনকী সন্দীপ্তার বিয়েতে দেখা মেলেনি তাঁর ‘বন্ধু’ রাহুলের। সোশ্যালেও আসেনি শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুন: ‘ভগবানকে ধন্যবাদ…’ নাতাশার ইনস্টা স্টোরিতে বাড়ল ডিভোর্সের জল্পনা, বউয়ের থেকে কত ছোট হার্দিক?
সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, ‘আমরা কোনওদিনই বলিনি যে আমরা কোনও সম্পর্কে আছি। আর আজকে যখন সন্দীপ্তা খুব ভালো আছে একজনের সঙ্গে তখন আমার নতুন করে স্বীকার করার কিছু নেই যে আমরা প্রেমিক ছিলাম। আমরা বন্ধু ছিলাম। দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল…. সম্পর্ক তো আর এলআইসি বন্ড নয়, যে গ্যারেন্টির সঙ্গে আছে। আমি ওর জন্য খুশি’।
অন্য দিকে, রুকমাকে নিজের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন রাহুল। তাঁরা একসঙ্গে কাজ করেন দেশেরা মাটি আর লাল কুঠি ধারাবাহিকে। রাহুল জোর দিয়ে বলেনন, রুকমার সঙ্গে তাঁর বন্ধুত্ব কোনওদিন ভাঙবে না।