তারকাদের ঘুরতে যাওয়ার ছবি দেখতে বেশ পছন্দ করেন সাধারণ মানুষ। সঙ্গে তাঁরা কোথায় গিয়ে, কোন হোটেলে থাকলেন, কত ভাড়া সেখানকার, তা নিয়েও উৎসাহ কম থাকে না। বৃহস্পতিবার একটি রিল শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে দেখা গেল পুলের জলে। তবে এই ভিডিয়োর আসল আকর্ষণ হচ্ছে অত্যন্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড। পিছনে পাহাড়, আর তারপর একটি ড্যাম!
এই ভিডিয়ো তোলা হয়েছে ওয়েনাডে। যা কেরালার একটি অন্যতম দর্শনীয় স্থান। আর সন্দীপ্তার পিছনে থাকা জলাশয়টি হল বানাসুরা সাগর ড্যাম। এটি ভারতের বৃহত্তম মাটির বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যে বুঁদ হয়ে প্রতিবছর ছুটে আসেন কয়েক লাখ পর্যটক।
আরও পড়ুন: গীতা এলএলবি আর কথার হাড্ডাহাড্ডি লড়াই, মাঝে পড়ে ফুলকি কি তাহলে পারল না টিআরপি টপার হতে?
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, সন্দীপ্তা যে হোটেলটিতে উঠেছে তার কী নাম। অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন রিলের ক্যাপশনে। ট্যাগ করেছেন tajwayanadkerala-কে। তাজের এই প্রপার্টির দাম অনেকটাই। কটেজ-ভিলা বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে রয়েছে। আর দাম শুরু ২৫ হাজার টাকা থেকে। দেড় লাখ অবধি রুম রয়েছে এখানে। যেগুলোতে লেক ভিউ, বাথটব, পার্সোনাল প্লাঞ্জ পুলের মতো সুবিধেও নিতে পারবেন অতিথিরা।
আরও পড়ুন: কিশোর কুমারের বায়োপিকে আমির? সত্যি সামনে আনলেন ছেলে অমিত কুমার
ঘুরতে যেতে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যে বেশ পছন্দ করেন সন্দীপ্তা, তা বোঝা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া থেকেই। ২০২৩ সালের ডিসেম্বর সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভালোবেসে। দুজনেই ঘুরতে যেতে ভালোবাসেন। তাই কাজের ফাঁকে সময় পেলেই, বেরিয়ে পড়েন। আর সেই ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে।
‘শিকারপুর’ এবং ‘নষ্টনীড়’, ‘বোধন’-র মতো ওয়েব সিরিজ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন সন্দীপ্তা। অভিনয় শুরু করেছিলেন দুর্গা সিরিয়াল দিয়ে। এরপর টাপুর টুপুর, তুমি আসবে বলে, প্রতিদানের মতো ধারাবাহিকেও তাঁর কাজ বেশ পছন্দ হয় দর্শকদের। কেরালার যে ভিডিয়োটি তিনি দিয়েছেন, তা আসলে ছিল তাঁর জন্মদিনের ট্রিপ। সেপ্টেম্বরের শেষে ঘুরে আসেন তিনি দক্ষিণ ভারত থেকে।