সুখী সংসার অপর্ণার। ৭ বছরের দাম্পত্য জীবন তাঁর। ঋষভ হলেন তাঁর বেটার হাফ। ঋষভ এবং তাঁদের একমাত্র মেয়ে মিঠিকে নিয়েই অপর্ণা ওরফে অপুর সুখী সংসার। নিজের হাতে সংসার সামলান তিনি। ওই বইয়ের পাতার মতো একদম পারফেক্ট ফ্যামিলি যাকে বলে আর কী! তাঁর গুণেই যেন সংসারে লক্ষ্মী বসত করে। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন তিনি। কিন্তু একটা সময় সেটা ছেড়ে নিজের প্যাশনকে বেছে নেন। সেলাই করতে তিনি খুব পছন্দ করেন। তাই নিজেই একটা বুটিক বানিয়ে সেটাই চালান তিনি। নিজের হাতে রান্না করে মেয়ে, স্বামীকে খাওয়ান। এক কথায় সুখী পারফেক্ট ফ্যামিলি। কিন্তু ওই যে কথাতেই বলে সুখ হল চঞ্চলা। বেশিদিন টেকে না। তেমনই অপুর সংসার যতই ভালো মন্দ মিশিয়ে চলুক একটা সময় তাঁর এই সুখী পরিবারে ভয়ংকর ঝড় নেমে আসে। সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সব কিছু তছনছ করে দেয়।
এবার এটাই দেখার পালা অপর্ণা ওরফে অপু কি পারবেন তাঁর সংসার সামলাতে। আবার সুখী গৃহকোণ কি তৈরি হবে তাঁর? সেই গল্পই বলবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ নষ্টনীড়।
অদিতি রায়ের পরিচালনায় তৈরি হওয়া এই সিরিজে নাম ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেনকে। তাঁর সঙ্গে এই সিরিজে দেখা যাবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়কে। এই সিরিজের কাহিনি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের। এসভিএফের প্রযোজনায় আসছে নষ্টনীড়।
জুন মাসে মুক্তি পাবে এই সিরিজ। আপাতত এর অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। এখানে সন্দীপ্তাকে একটি নীল রঙা শাড়ি পরে সাধারণ গৃহিণীর বেশে দেখা যায়। হাতে শাঁখা পলা পরা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, যেন এক আটপৌরে হাউজওয়াইফ।
বহু ভক্তরাই এই পোস্টে মতামতে জানান। এক ব্যক্তি লেখেন, 'অদিতির জন্য শুভ কামনা।' কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েন না। এক ব্যক্তি লেখেন, 'ছেলেদের স্ট্রাগল নিয়ে কোনও গল্প বানান না কেন?' আরেক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'হইচই সিরিয়াল ইউনিভার্স।'