বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandipta Sen: কাজের জন্য প্রশংসিত, তবু কেন ভালো ছবির প্রস্তাব আসে না? প্রশ্ন সন্দীপ্তার

Sandipta Sen: কাজের জন্য প্রশংসিত, তবু কেন ভালো ছবির প্রস্তাব আসে না? প্রশ্ন সন্দীপ্তার

'বোধন'-এ অভিনয় করেছেন সন্দীপ্তা।

Sandipta Sen on her new web series: কাজ থেকে প্রেম, বিয়ে— হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে আড্ডায় সন্দীপ্তা।

প্রশ্ন: 'বোধন'-কে বেছে নেওয়ার কারণ কী?

সন্দীপ্তা: সিরিজের বিষয়টি আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমার চরিত্রের নাম রাকা সেন। রাকা একজন অধ্যাপক। তারই এক ছাত্রী ধর্ষিত হবে। সেই মেয়েটির ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রাকা তার পাশে থাকবে। অন্যায়ের প্রতিবাদ করার স্পৃহা আছে ওর মধ্যে। চুপ করে না থেকে যে লড়ে যাওয়ার অদম্য জেদটা রাকার চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। তাই এক কথাতেই আমি কাজটি করতে রাজি হয়ে গিয়েছি।

প্রশ্ন: বহু বছর পর ফের দিতিপ্রিয়া রায়ের সঙ্গে কাজ...

সন্দীপ্তা: হ্যাঁ। দশ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। সেই 'দুর্গা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলাম আমরা। তখন দিতিপ্রিয়া অনেকটাই ছোট ছিল। এখন ও অনেক পরিণত। কিন্তু আমাদের সমীকরণ একটুও বদলায়নি। সবই এক রকম আছে।

প্রশ্ন: দু'জনেই পোড় খাওয়া অভিনেত্রী। নজর কাড়ার প্রতিযোগিতা চলেছে?

সন্দীপ্তা: (হেসে উঠে) একদমই না। আমি মনে করি, আমার সহকর্মীদের অভিনয়ের ছাপ আমার কাজের উপরেও পড়বে। তাই সেখানে রেষারেষির কোনও জায়গা নেই। আর প্রতিযোগিতার কথা ভাবলেই হয়ে গেল!

প্রশ্ন: সন্দীপ্তার জীবনে 'বোধন' শব্দের অর্থ কী?

সন্দীপ্তা: মা দুর্গার সঙ্গে আমার অন্তরের যোগ। আমার প্রথম ধারাবাহিকের নাম 'দুর্গা'। 'বোধন'ও আবার পুজোর আগেই মুক্তি পাচ্ছে।

প্রশ্ন: এই সিরিজে নারী সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে মেয়েরা আদৌ কতটা সুরক্ষিত?

সন্দীপ্তা: আমার মনে হয়, এই ট্রোলিংয়ের যুগে কেউই সুরক্ষিত নয়। তা সে ছেলেই হোক বা মেয়ে। যারা নেটমাধ্যমে এত নোংরা কথা লিখতে পারেন, ধর্ষণের হুমকি দিতে পারেন, বাস্তবেও যে তাঁরা সেটা করবেন না, তা হলফ করে বলা যায় না। আর কিছু না করতে পারলেও এই বিকৃত মানসিকতা আমাদের সকলের পক্ষেই খুব বিপজ্জনক।

প্রশ্ন: ছোট পর্দার অনেকেই এখন চুটিয়ে ছবি করছেন। আপনার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?

সন্দীপ্তা: আসলে মনের মতো কোনও চরিত্র পাচ্ছি না। তবে হাল ছাড়িনি। অপেক্ষা করছি। এক দিন নিশ্চয়ই ভালো কাজের প্রস্তাব আসবে। অনেকেই বলেছিলেন, আমি খুব ভালো কাজ করি। তাঁরা আমার সঙ্গে কাজ করতে চান। কিন্তু কেন সেটা হল না জানা নেই। ৫০ বছর বয়স পর্যন্ত ভালো চরিত্রের অপেক্ষা করতে পারি।

প্রশ্ন: ধারাবাহিকে অতিরিক্ত জনপ্রিয়তাই কি কাল হয়ে দাঁড়াল?

সন্দীপ্তা: (খানিক ভেবে) আমার সেটা একেবারেই মনে হয় না। ধারাবাহিক করার পর আমি একটা দীর্ঘ বিরতি নিয়েছিলাম। যতটা সময় নিজেকে দেওয়া উচিত, দিয়েছিলাম। কিন্তু তার পরেও ভালো কাজের প্রস্তাব আসেনি।

প্রশ্ন: একের পর এক ওয়েব সিরিজ করলেন, নিজে কিছু দেখার সময় পান? 

সন্দীপ্তা: হ্যাঁ, আমি তো প্রচুর সিরিজ দেখি। প্রায় সবই বোধ হয় দেখা হয়ে গিয়েছে। তবে 'পঞ্চায়েত', 'স্কুইড গেম', 'দ্য ব্রোকেন নিউজ' খুব ভালো লেগেছে।

প্রশ্ন: প্রেমের কথা জানিয়ে দিলেন... বিয়ে করছেন কবে?

সন্দীপ্তা: প্রেমের কথা যেমন ঢাকঢোল পিটিয়ে বলেছি, বিয়ের কথাও বলব। তবে এখন তেমন কোনও পরিকল্পনা নেই।

প্রশ্ন: ব্যক্তিজীবন নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়...

সন্দীপ্তা: আমার কাছে ট্রোল ব্যাপারটা চা খাওয়ার মতো। আমরা চায়ের নির্যাসটা নিয়ে চা পাতাটা ফেলে দিই। অর্থাৎ জীবনে ইতিবাচক দিকগুলির গুরুত্ব বুঝতে হবে। যা কিছু খারাপ, তা এড়িয়ে চলাই ভালো।

 

বন্ধ করুন