সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটার হিসেবে স্যান্ডিকে তো সকলেই চেনেন! সঙ্গে তাঁর আলটপকা মন্তব্য, বিতর্কিত কাজ, অদ্ভুত সাজের কারণেও খবরে থাকেন তিনি। এবারে সে নিজেকে সাজিয়ে তুললো গাঙ্গুবাই আলিয়ার মতো করে। আর তা নিয়ে চরকম কটাক্ষ, খিল্লি হল অনলাইনে।
সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবিটি এর মধ্যেই বক্স অফিসে নিজের ছাপ ফেলেছে। আলিয়ার অভিয়ও বহুল প্রশংসিত হয়েছে। তবে স্যান্ডির সাজ একটুও মনে ধরেনি কারও।
সিনেমা দেখে ফেলেছেন ‘স্যান্ডিবাই’। আর নিজের স্টাইলে তা তুলে ধরতে চলেছেন। তারই আগাম ঘোষণা হিসেবে দুটো ছবি পোস্ট করেন তিনি। সাদা শাড়িতে। আলিয়ার মতো মাথার উপরে হাত তুলে। ‘ওটা আলিয়া… আর তুই হলি কালিয়া’, ‘নাইটিতে তোমাকে আলিয়া ভাট এর চেয়ে অনেক বেশি সুন্দর লাগে’, ‘সাদা ভেড়াকে স্নান করানোর পর যেমন দেখতে লাগে সেরকম লাগছে’, ‘কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল’-এর মতো নানা কমেন্ট পড়েছে সেই ছবিতে।
প্রসঙ্গত ভারতের অন্যতম বৃহৎ পতিতালয় ‘কামাঠিপুরা’, সেই যৌনপল্লীর সর্দারনি গঙ্গুবাই। যদিও মুম্বই পুলিশের কাছে তাঁর অন্য পরিচয় ছিল, তিনি এক নৃশংস গ্যাংস্টার। কেমনভাবে গুজরাতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাঠিপুরার ম্যাডামজি? কেন মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর ছিল তাঁর নখদর্পনে, সেই কাহিনি রুপোলি পর্দায় এনেছেন আলিয়া, বনশালি। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে।