বহু দিন ধরে কোনও সমস্যায় জর্জরিত? হাসতে চেয়েও হাসতে পারছেন না? তাহলে ঝটপট স্যান্ডি সাহা এবং ভাইরাল নন্দিনী দিদির ক্রসওভার দেখে নিন! মন ভালো হতে বাধ্য। কী হয়েছে বিষয়টা? আগেরবার তো সবুজ নাইটি পরে নন্দিনী দিদির হোটেলে হাজির হয়েছিলেন স্যান্ডি সাহা। এবার হট প্যান্ট এবং মদের বোতল ঝুলিয়ে গেলেন সেখানে।
স্যান্ডি সাহার সাজ
খালি গা। স্তনবৃন্ত ঢেকেছেন মদের বোতল দিয়ে। দড়ি দিয়ে সেই বোতল দুটোকে বিকিনির মতো বেঁধে পরেছেন। আর নিচে পরেছেন হট প্যান্ট। তার উপর আবার মা কালীর কোমরে যেমন মুণ্ডমালা থাকে তেমনই ভাবে মদের বোতল সাজিয়েছেন। সঙ্গে আবার গান লাগিয়েছেন 'জয় জয় মা, রানি মা।'
ভাইরাল নন্দিনীর দোকানে স্যান্ডি সাহা
ডালহৌসির রাস্তায় খানিক ঘোরাঘুরি করে ভাইরাল নন্দিনী দিদির দোকানে যান স্যান্ডি সাহা। গিয়ে তাঁকে প্রশ্ন করেন 'কোনটা খাবে?' ইশারায় দেখান তাঁর পরনে থাকা দুই ধরনের মদ, দেশি এবং বিলেতি। স্যান্ডির প্রশ্নবাণ সেখানেই থামে না। তিনি সোজাসুজি প্রশ্ন করেন এই যে নন্দিনী এত চ্যাঁচান, তাঁর হাত কেটে যায়, পুড়ে যায় এগুলো কি সব সত্যি? উত্তরে নন্দিনী বলে, 'না, না আমি তো ক্যামেরা দেখেই সব করি। সবটাই ভাইরাল হওয়ার জন্য।' যদিও তিনি পুরোটাই ব্যঙ্গ করে বলেন। তারপর জানান তিনি অত কিছু ভেবে কিছু করেন না। কিন্তু তিনি যাই করেন সেটাই ভাইরাল হয়ে যায়। এরপর তাঁদের আরও নানা বিষয়ে কথা বলতেও শোনা যায়।
আরও পড়ুন: ৭ রকম পদ ৭০ টাকায়! ‘ড্রামা কুইন’ নন্দিনী দিদির পাইস হোটেলের কোন থালির কত দাম?
আরও পড়ুন: মাছ দিয়ে তৈরি হল চা! বাঙালি ভ্লগারের কীর্তি দেখে নেটপাড়া বলছে-'ওয়াক থু'
স্যান্ডি জানান তাঁর এই মদের বোতল নিয়ে অভিযান এখানেই শেষ নয়। তিনি এরপর একটি পাবে যাবেন। দর্শকরা হেসে কুটোপুটি তাঁর এই কাণ্ড দেখে।
ভক্তদের রিঅ্যাকশন
এক ব্যক্তি স্যান্ডি সাহার এই কাণ্ড দেখে লেখেন, 'উরফি লাইট।' আরেকজন লেখেন, 'আমাদের সুন্দরী মদেশ্বরী বৌদি, তবে তুমি যা শুরু করেছ উরফিকেও হার মানিয়ে দেবে।' আরেকজন লেখেন, 'অনেক কথাই বলতে চাই কিন্তু ওই বললেই ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিকটেড ফর....' কেউ কেউ আবার লেখে , 'কী ভয়ঙ্কর! হেসে হেসেই শেষ হয়ে গেলাম।'