বাংলা নিউজ > বায়োস্কোপ > সঙ্গীতের মহাযুদ্ধ: বিচারকের আসনে চমক, দায়িত্বে উস্তাদ রশিদ খান-জিৎ গঙ্গোপাধ্যায়

সঙ্গীতের মহাযুদ্ধ: বিচারকের আসনে চমক, দায়িত্বে উস্তাদ রশিদ খান-জিৎ গঙ্গোপাধ্যায়

উস্তাদ রশিদ খান-জিৎ গঙ্গোপাধ্যায়

বিচারকের পাশাপাশি প্রতিযোগিদের তালিকায় থাকছে বড়সড় সারপ্রাইজ।

কালার্স বাংলার আসন্ন গানের রিয়্যালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। ফের একবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মীরকে। বিচারকের আসনে থাকছে বড় চমক। সুর প্রেমীদের অন্যতম পছন্দের দুই ব্যক্তিত্ব উস্তাদ রশিদ খান এবং জিৎ গঙ্গোপাধ্যায়। শো-এর প্রযোজনায় রয়েছেন রাজ চক্রবর্তী।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম ব্যক্তিত্ব পদ্মশ্রী উস্তাদ রশিদ খান। বিভিন্ন শো-তে বিশেষ অতিথি হিসেবে বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে এতদিন। অন্যদিকে, জনপ্রিয় সুরকার জীৎ গঙ্গোপাধ্যায়। ‘সুপার সিঙ্গার’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’-এর মতো রিয়ালিটি শো-তে এর আগে অংশগ্রহণ করেছেন তিনি। এই প্রথমবার সম্পূর্ণ রূপে বিচারকের দায়িত্ব সামলাবেন তাঁরা।

সংগীত জগতের অন্যতম সেরা প্রতিভাদের নিয়ে অনুষ্ঠিত হবে এই রিয়ালিটি শো। ১১ বছর পর নন ফিকশন শো তৈরি করছেন রাজ। ফের একবার ছোট পর্দায় দর্শকদের মনোরঞ্জন করতে আসছে রাজ-মীর জুটি। শীঘ্রই মঞ্চ কাঁপাতে আসছেন ১৬ জন প্রতিষ্ঠিত সংগীত শিল্পী। কালার্স বাংলা বহুদিন বাদে বড় মাপের কোনও রিয়্যালিটি শো আনতে চলেছে। 

প্রতিযোগীদের তালিকায় রয়েছে তীর্থ, দীপমালা, রাহুল, সৌম্য, প্রীতম রায়, সুমন মজুমদার, শালিনী মুখোপাধ্যায়, আফরিন রানা, রাহুল দত্ত, রাজদীপ মুখোপাধ্যায়, সায়ম পালের মতো শিল্পীরা। শোনা যাচ্ছে, অগস্ট থেকে শুরু হতে পারে এই গানের রিয়্যালিটি শো।

 

বন্ধ করুন