চলতি বছরের শুরুতেই ডিভোর্সের খবর শেয়ার করে নিয়েছিলেন সানিয়া মির্জা। গত কয়েক বছর ধরেই শোয়েব আর সানিয়া আলাদা থাকছেন, সেই খবর ছিল। তবে তা নিয়ে কেউই মুখ খোলেনি। কিন্তু সবটা আসে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তৃতীয় বিয়ের ছবি সামনে আসে, পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। মির্জার পরিবারের তরফে জানানো হয়, ‘খুলা’ নিয়েছেন সানিয়া।
যখন নতুন বউকে নিয়ে ব্যস্ত শোয়েব, তখন সানিয়া নিজের জীবন গোছাচ্ছেন ছেলের সঙ্গে। ভারতের টেনিস তারকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিলেন, যা হল একটি বাড়ির নেমপ্লেট। যেখানে লেখা রয়েছে, ‘সানিয়া ও ইজহান’। নেমপ্লেটের পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তও শেয়ার করে নিয়েছেন এই পোস্টে। পোস্টটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই তাতে দেড় লাখের বেশি লাইক পড়ে গিয়েছে।
আরও পড়ুন: আসিনের জন্য একটি প্লেন স্ট্যান্ডবাই মোডে রেখেছিলেন অক্ষয়, কী সম্পর্ক ছিল দুজনের
একজন কমেন্ট করলেন, ‘কী আশ্চর্যজনক সুন্দর লাগছে দেখতে। মেয়েরা এভাবেই একা লড়াই করে ভালো থাকতে পারে।’ দ্বিতীয়জন লেখালেন, ‘তুমি এক অভুতপূর্ব মা, দিদি, মেয়ে। অনেক ভালোবাসা’। তৃতীয়জন লিখলেন, ‘আমার প্রিয় মানুষ। খুব খুশি তোমাকে আনন্দে থাকতে দেখে।’
আরও পড়ুন: কেকে মৃত্যুর ক্ষত এখনও দগদগে! প্রয়াত গায়কের গাওয়া শেষ গান থাকছে এই হিন্দি সিনেমায়
শোয়েবের তৃতীয় বিয়ের খবর সামনে আসার পর এক বিবৃতি দিয়ে লেখা হয়েছিল, ‘সানিয়া তাঁর ব্যক্তিগত জীবনকে সর্বদা লোকচক্ষু থেকে দূরে রেখেছেন। তবে, আজ এটি শেয়ার করার প্রয়োজন দেখা দিয়েছে যে, শোয়েবকে তিনি কয়েকমাস আগেই খুলা দিয়েছেন। তিনি শোয়েবকে তাঁর নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন! তাঁর জীবনের এই সংবেদনশীল সময়ে, আমরা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চাই যে, কোনও জল্পনা-কল্পনায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন এবং তাঁর গোপনীয়তার প্রয়োজনীয়তাকে সম্মান করুন।’
আরও পড়ুন: জলের উপরে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিং, বলিউড থেকে কারা আমন্ত্রিত থাকছেন?
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে দুবাইতে থাকেন সানিয়া। বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। তবে এই কঠিন সময়ে পরিবার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুবার টেনিস তারকার ইনস্টা স্টোরিতে মন খারাপ করা বার্তাও এসেছে। যা খুবই স্বভাবিক। তবে সানিয়ার ভক্তরা চান, জলদি এসব কাটিয়ে ফেলুন তিনি।